বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে গতকাল রোববার রাত থেকেই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে। অন্যদিকে আবার কয়েকটি সূত্র বলছে, তিনি গুরুতর অসুস্থ, তবে চিকিৎসাধীন।

দ্য হিন্দু, ফিল্মফেয়ারসহ মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, প্রবীণ এই অভিনেতা আর নেই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধর্মেন্দ্রর বাসার সামনে ভিড় জমছে তারকাদের। অভিনেত্রী হেমা মালিনীকে গাড়ি করে শ্মশানের দিকে যেতে দেখা গেছে। তবে পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তাঁর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ধর্মেন্দ্র বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়, ব্যারিকেড বসানো হয়। তাঁর তিন মেয়ে—এশা, অজিতা ও বিজেতা—বাবার খোঁজ নিতে ইতিমধ্যেই বাসায় পৌঁছেছেন।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রবীণ এই অভিনেতা প্রয়াত। সকালে তাঁর বাসার সামনে কড়া নিরাপত্তাসহ একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এক মাসের ব্যবধানে এটি ছিল তাঁর দ্বিতীয় স্বাস্থ্য সংকট। পবনহংস শ্মশানে হেমা মালিনী ও এশা দেওলকে দেখা গেছে বলেও জানিয়েছে পত্রিকাটি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি এবং পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যম।

এর আগেও চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তাঁর মেয়ে এশা দেওল বলেন, ‘মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।’

স্ত্রী হেমা মালিনীও এক্সে লিখেছিলেন, ‘যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল সংবাদমাধ্যম কীভাবে এমন একজন মানুষকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? পরিবার ও গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’

গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর ভেন্টিলেটর সাপোর্টে থাকার খবর প্রকাশ পায়। স্ত্রী–সন্তানেরা হাসপাতালের ভেতর–বাইরে অবস্থান করছিলেন। পরে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র অবস থ

এছাড়াও পড়ুন:

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদে

নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-বিক্ষোভ ও সভা-সমাবেশ স্বাভাবিকভাবেই বাড়বে। তবে, পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা আমরা দেখছি না।

তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ততটা অনুকূলে ছিল না। গত দেড় বছরে বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন অনেকটাই উন্নতির পথে।

নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য প্রসঙ্গে
অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, একজন নিরাপত্তা বিশ্লেষকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই বিশ্লেষক কে, তার যোগ্যতা কী, আমি জানি না। এখন অনেকেই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক পরিচয় দেন। যাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, তাদের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে চাই না।

সম্প্রতি রাতের বেলা এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাংবাদিকসমাজের মধ্যেও আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করছিলেন, সেটি সাংবাদিকতার দায়িত্বের মধ্যে ছিল না, এ ধরনের তথ্যও এসেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদে
  • সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই