কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ নভেম্বর থেকে। প্রথমবারের মতো কুমিল্লার বাইরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও থাকবে পরীক্ষারকেন্দ্র। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রথম আলো ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মঙ্গলবার শুরু

নারীর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’। ১৬ দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, ঘর-কর্মক্ষেত্র-রাস্তা-ডিজিটাল জগত সব জায়গাতেই নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছেন। শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের পাশাপাশি অনলাইনে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে–২০২৪’-এর তথ্যও সেই উদ্বেগকে স্পষ্ট করেছে।

এ বছরের প্রতিপাদ্য- ‘Unit to End Digital Violence Against All Women and Girls’। বাংলা প্রতিপাদ্য- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

আগামীকাল  সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা এবং নারী–যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ১৬ দিনের কর্মসূচিতে থাকছে- সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, জাতীয় হেল্পলাইন ১০৯ প্রচার জোরদার, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩, ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কে প্রচারণা, স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক ও কমিউনিটি সচেতনতা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং, সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে একযোগে শপথ পাঠ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ