নারায়ণগঞ্জ শহরের খানপুরে আবু হানিফ (৩০) নামের এক নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

ওই ভিডিওতে দেখা যায়, শহরের খানপুর জোড়া পানি ট্যাংকির ভেতরে ছয়জন যুবক মিলে নিরাপত্তাপ্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করছে। এ সময় সেখানে ছোট একটি শিশু দাঁড়ানো ছিল। আবু হানিফ অনেক কাকুতি–মিনতি করেও তাঁদের হাত থেকে রক্ষা পাননি।

নিহত আবু হানিফ বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি খানপুর জিতু ভিলায় নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার দুপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে নিরাপত্তাপ্রহরী আবু হানিফকে তাঁর বাসা থেকে তুলে খানপুর জোড়া ট্যাংকির ভেতরে নেওয়া হয়। সেখানে পাঁচ-সাতজন যুবক ইট দিয়ে তাঁকে একের পর এক আঘাত করে থেঁতলে দেন। এ সময় আবু হানিফ অনেক কাকুতি–মিনতি করলেও রেহাই পাননি। একের পর এক ইটের আঘাতে আবু হানিফ অচেতন হয়ে পড়লে ওই যুবকেরা তাঁকে ফেলে চলে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহার (৩৬), সাইদুল ইসলাম (২৫) ও মুশফিকুর রহমান (২৯)।

নিহত হানিফের ভগ্নিপতি ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ওই দিন দুপুরে তাঁর শ্যালক আবু হানিফকে বাসা থেকে কয়েকজন যুবক মারতে মারতে তুলে নিয়ে যান। তাঁরা খবর পেয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইব্রাহিম হোসেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, নিরাপত্তাপ্রহরী হানিফকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত হানিফের ছোট ভাই বাদী হয়ে ১০ জনকে এজাহারনামীয় করে হত্যা মামলা  করেছেন। তিনি বলেন, ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে অপু (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তার অপু শহরের খানপুর এলাকার হারা মিয়ার ছেলে। সে মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ইট দ য় ঘটন র

এছাড়াও পড়ুন:

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা তারা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাদের কার্যক্রম সবসময়ই মানুষের কল্যাণে কাজ জন্য। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মহানগর যুবদলও তাদের প্রতিটি কাজে সহযোগিতা করতে চাই।

‎রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের কলীরবাজাস্থ শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।

‎তিনি বলেন, আমাদের দল বিএনপি দেশের উন্নয়ন কাজ করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি দেশ ও নারীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিল। ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। যেটা নারীদের উন্নয়ন ও জাগরণের জন্য পথিকৃৎ দেখেছিল।

আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের উন্নয়নে কল্যাণে যুব  ফাউন্ডেশন করে প্রতিষ্ঠা করেছিল। যুবকদেরকে দেশে ও দেশের বাইরে কর্মস্থানের ব্যবস্থা করেছিলেন।

‎তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছিলেন সেই ৩১ দফার মধ্যে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ইনশাল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের দলের ভূমিকা থাকবে।

‎নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।

‎উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, জামায়াতের নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ,সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সানজিদা আক্তার মিতু, সিনিয়র অফিসার তানভীর মোহাম্মদ সুজন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া মাহফিল
  • রাজশাহীতে মাইক্রোবাসচাপায় এনসিপির ২ নেতাসহ তিনজনকে হত্যাচেষ্টার অ
  • মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
  • আড়াইহাজারে কাভার্ডভ্যান থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক
  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • মতলবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা 
  • রামুতে জমি নিয়ে বিরোধে বৌদ্ধ বিহারে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩