নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪
Published: 23rd, October 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুরে আবু হানিফ (৩০) নামের এক নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
ওই ভিডিওতে দেখা যায়, শহরের খানপুর জোড়া পানি ট্যাংকির ভেতরে ছয়জন যুবক মিলে নিরাপত্তাপ্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করছে। এ সময় সেখানে ছোট একটি শিশু দাঁড়ানো ছিল। আবু হানিফ অনেক কাকুতি–মিনতি করেও তাঁদের হাত থেকে রক্ষা পাননি।
নিহত আবু হানিফ বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি খানপুর জিতু ভিলায় নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার দুপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে নিরাপত্তাপ্রহরী আবু হানিফকে তাঁর বাসা থেকে তুলে খানপুর জোড়া ট্যাংকির ভেতরে নেওয়া হয়। সেখানে পাঁচ-সাতজন যুবক ইট দিয়ে তাঁকে একের পর এক আঘাত করে থেঁতলে দেন। এ সময় আবু হানিফ অনেক কাকুতি–মিনতি করলেও রেহাই পাননি। একের পর এক ইটের আঘাতে আবু হানিফ অচেতন হয়ে পড়লে ওই যুবকেরা তাঁকে ফেলে চলে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহার (৩৬), সাইদুল ইসলাম (২৫) ও মুশফিকুর রহমান (২৯)।
নিহত হানিফের ভগ্নিপতি ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ওই দিন দুপুরে তাঁর শ্যালক আবু হানিফকে বাসা থেকে কয়েকজন যুবক মারতে মারতে তুলে নিয়ে যান। তাঁরা খবর পেয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইব্রাহিম হোসেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, নিরাপত্তাপ্রহরী হানিফকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত হানিফের ছোট ভাই বাদী হয়ে ১০ জনকে এজাহারনামীয় করে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে অপু (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার অপু শহরের খানপুর এলাকার হারা মিয়ার ছেলে। সে মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ইট দ য় ঘটন র
এছাড়াও পড়ুন:
সরকারী প্রাইমারি স্কুলের ২২ গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান
নারায়ণগঞ্জের সরকারী প্রাইমারি স্কুলের ২২ জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, ট্রাস্ট সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সমাজসেবক ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মনির হোসেন খান, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্ট ও বিদ্যানিকেতন হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ গোপ, আফরোজা আক্তার, পারভেজ শরীফ এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত তৈরি করার প্রথম সোপান। কিন্তু আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রাইমারীর গুণী শিক্ষকদের মূল্যায়ণ করা হয় না। এক্ষেত্রে বিদ্যানিকেতন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে গুণী শিক্ষকরা সম্মাননা প্রদানের পরে তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, শিক্ষকতা মহান পেশা। এই পেশায় সাধারণত শ্রম দেয়া হয় কিন্তু মেধার মূল্যায়ন হয় না। আজকে বিদ্যানিকেতন ২২জন শিক্ষককে সম্মাননা প্রদান করে যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল সেটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধিত শিক্ষকরা হলেন- নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মোঃ নিজাম উদ্দীন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, একেএম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার, আঞ্জুমানারা বেগম।
সংবর্ধিত শিক্ষকদের বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, শাড়ী, পাঞ্জাবী, সনদপত্র প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।