পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
Published: 24th, November 2025 GMT
বগুড়ায় বেসরকারি পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (পিইউবি) ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে বিবিএ কার্নিভালের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড.
এ সময় উপস্থিত ছিলেন— পিইউবির উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাঢ্য র্যালি বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিকেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, বিওটির ভাইস চেয়ারম্যান ডা. মো. মতিউর রহমান, বিওটির কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহা. সুজন শাহ-ই ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. আলী হাসান। আরো বক্তব্য রাখেন—নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও বিওটি সদস্য মো. মোজাম্মেল হক লালু।
উপস্থিত ছিলেন বিওটি সদস্য ফয়জুন নাহার, আয়শা বেগম, সোহরাব আলী খানসহ অনুষ্ঠানের স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা অনুষ্ঠান শেষে স্বনামধন্য ব্যান্ডদল ‘শিরোনামহীন‘ এর সঙ্গীত র্মূছনার মধ্যদিয়ে শেষ হয় বিবিএ কার্নিভাল-৩।
ঢাকা/এনাম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র উপ চ র য অন ষ ঠ ন ব যবস য়
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ও গুলি উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে, মেইড ইন ইন্ডিয়া।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
জানা যায়, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যান। এ সময় তার বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘গত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব