বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
Published: 24th, November 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল এগারোটায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
নারায়ণগঞ্জ ৫- আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাই বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। সুতরাং মহানগর যুবদলের নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থীদের পক্ষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাদেরকে বিজয়ী করতে হবে।
তারা আরও বলেন, মহানগর যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদেরকে দলের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর পক্ষে সভা, সমাবেশ ও প্রচারনায় অংশগ্রহণ করতে হবে। দলীয় প্রার্থীর বাইরে যাওয়ার সুযোগ নেই। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ দল য় প র র থ ন র য়ণগঞ জ র ল ইসল ম র রহম ন গঠন ক আহম দ
এছাড়াও পড়ুন:
মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল
বিএনপি ও দলের নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।
তাদের অভিযোগ, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সবাই দাবি করছেন দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থীতা বাতিল করে মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেনো মনোনয়ন দেয়া হয়।
তাই দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন।
পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।