সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের নতুন কমিটি
Published: 24th, November 2025 GMT
রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হলো বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে।
গত ১৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১৯-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন:
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো.
কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. নূর আলম (ভূমি মন্ত্রণালয়), সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী (খাদ্য মন্ত্রণালয়), দপ্তর সম্পাদক মো. কামরুল আহসান (শিক্ষা মন্ত্রণালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহছানুল সবুজ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), সমাজকল্যাণ সম্পাদক মোসা. নাজমুন নাহার কেয়া (পররাষ্ট্র মন্ত্রণালয়), শিক্ষা সম্পাদক মো. রানা (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. শামসুল আলম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ও শিল্প ও সংস্কৃতি সম্পাদক মো. মামুন হক (রেলপথ মন্ত্রণালয়)।
সভায় কমিটির নেতারা বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং ঢাকায় কর্মরতদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আত্মনিয়োগ করার পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারবেন।
তারা আরো বলেন, সবাই একত্রিত হওয়ার জন্য আজকের এই আয়োজন। এই সংগঠনের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম পাব, যা আমাদের সব ধরনের সমস্যা সমাধানে সহায়ক হবে।
নবগঠিত কমিটির কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
ঢাকা/আসাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত কম ট র ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান।
আরো পড়ুন:
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
এ সময়ে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি।”
তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, “কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে।”
তিনি বলেন, “কমনওয়েলথের ৫৬টি দেশ-যেখানে জি-৭ ও জি-২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত-যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে। এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে।”
মহাসচিব আরো জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। তিনি যোগ করেন, “দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব আশাবাদী।”
মহাসচিব নিশ্চিত করেন, “আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে।”
বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তিন-শূন্য ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন। খবর বাসসের।
ঢাকা/এসবি