‎‎আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। বাংলাদেশ ফুটবল লিগে আজ মৌসুমের প্রথম দ্বৈরথেও ছড়িয়েছে সেই রোমাঞ্চ। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও একবার আবাহনীর জালে বল পাঠায় মোহামেডান। তিন গোলে পিছিয়ে পড়েও ২ গোল দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আবাহনীও। শেষ পর্যন্ত ম্যাচটা ৩-২ গোলে জিতে নেয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।

‎চলতি মৌসুমে এটাই মোহামেডানের প্রথম জয়। আগের দুই ম্যাচে একটিতে হার, আরেকটি ড্র করে সাদা-কালোরা। আবাহনী এ নিয়ে তিন ম্যাচ খেলে দুটিতে হারল, অন্য ম্যাচটি ড্র হয়েছে।

‎কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। মোজাফফর মোজাফফরভের কর্নার থেকে উড়ে আসা বল আবাহনীর জালে ঠেলে উদ্‌যাপনে মাতেন কেকে।

প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে ছিল মোহামেডান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে, মেইড ইন ইন্ডিয়া।

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।

জানা যায়, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যান। এ সময় তার বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘গত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ