ইয়ামালের দাবি, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে
Published: 25th, October 2025 GMT
দুয়ারে কড়া নাড়ছে ‘এল ক্লাসিকো’। আগামী রোববার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে এই এল ক্লাসিকোই রিয়ালের জন্য হয়ে উঠেছিল ভয়াবহ এক দুঃস্বপ্নের নাম।
বার্সেলোনার বিপক্ষে গত মৌসুমে টানা চার ম্যাচ হেরে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপা হাতছাড়া করে রিয়াল। আর রিয়ালকে বিধ্বস্ত করার পথে বার্সার অন্যতম নায়ক ছিলেন লামিনে ইয়ামাল।
এবারও এল ক্লাসিকোতে বার্সা কোচ হান্সি ফ্লিকের তুরুপের তাস হবেন ইয়ামাল। এ ম্যাচ সামনে রেখে সম্প্রতি কথা বলেছেন ইয়ামাল, যেখানে রিয়ালকে ম্যাচের আগে খোঁচাও দিয়েছেন।
আরও পড়ুনবার্সেলোনায় রিয়াল মাদ্রিদ যেভাবে ‘হালি মাদ্রিদ’১২ মে ২০২৫লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের (স্পেনের একটি প্রীতি ও বিনোদনমুখী ফুটবল লিগ, যা প্রচলিত পেশাদার লিগের চেয়ে কিছুটা আলাদা নিয়মে খেলা হয়) একটি অনুষ্ঠানে মূলত এল ক্লাসিকোকে কথা বলেছেন ইয়ামাল।
সেখানে ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালকে জিজ্ঞাসা করেন, কিংস লিগের দল ‘পোরকিয়নস’ রিয়াল মাদ্রিদের মতো কি না? উত্তরে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে আর অভিযোগ করে। এটাই তারা করে।’
রিয়ালভক্ত ও পোরকিয়ানস দলের মালিক লানোস ইয়ামালকে এ সময় জিজ্ঞাসা করেন বার্নাব্যুতে খেলাটা কঠিন কি না? ইয়ামালের উত্তর, ‘বার্নাব্যু কঠিন কি না? বার্সার জন্য নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম।’ বার্নাব্যুতে এবার গোল করায় ইয়ামাল আত্মবিশ্বাসী কি না—এমন প্রশ্নের উত্তরে ইয়ামাল বলেন, ‘আমি ইতিমধ্যেই করেছি, তুমি কি ভুলে গেছ?’
আরও পড়ুনবার্সেলোনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দুটি তারিখ পেল রিয়াল০২ জুলাই ২০২৫গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে শিরোপা লড়াইয়ে বার্সার কাছেই হেরেছিল রিয়াল। এরপর লা লিগাতেও রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ায় বড় ভূমিকা ছিল এল ক্লাসিকোতে টানা দুই হার। এই চার ম্যাচে রিয়াল সব মিলিয়ে হজম করেছিল ১৬ গোল। বোঝাই যাচ্ছে, রিয়ালের বিপক্ষে বার্সা কতটা দাপট দেখিয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক ল স ক
এছাড়াও পড়ুন:
এএমএল আবারো স্পটলাইটে
ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ দু’টি অ্যাওয়ার্ড অর্জন করে এএমএল আবারো দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এ বছর এএমএল ‘রেস্ট অব সাউথ এশিয়া ডিজিটাল ইনোভেশন এজেন্সি অব দ্য ইয়ার’ ক্যাটেগরিতে এবং ‘রেস্ট অব সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’ ক্যাটেগরিতে দু’টি ব্রোঞ্জ অর্জন করেছে।
নব্বই দশকের শুরু থেকে ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস এশিয়া প্যাসিফিক অঞ্চলের অ্যাডভার্টাইজিং, কমিউনিকেশন, মিডিয়া এবং ডিজিটাল ইনোভেশনের সেরা সাফল্যগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। শুধু সৃজনশীল কাজই নয়—দূরদর্শী নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা এবং শক্তিশালী ব্যবসায়িক পারফর্ম্যান্সও এই পুরস্কারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই বছরের স্বীকৃতিগুলো এএমএল-এর ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং মিডিয়া এফেক্টিভনেস—উভয় ক্ষেত্রেই ধারাবাহিক অগ্রযাত্রার প্রমাণ। ডাটা-ভিত্তিক স্ট্র্যাটেজি, ভবিষ্যত-উপযোগী সমাধান এবং ক্রমবর্ধমান ভোক্তা আচরণের সঙ্গে তাল মিলিয়ে এএমএল তাদের ক্লায়েন্টদের জন্য বাস্তবধর্মী সাফল্য নিশ্চিত করে আসছে।
বিগত বছরগুলোর পারফর্ম্যান্সের ভিত্তিতে এএমএল তাদের সাবমিশন প্রস্তুত করে—যেখানে এজেন্সির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, সাসটেইনেবল বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্লায়েন্টদের জন্য অর্জিত সাফল্যগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়। বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় ব্র্যান্ডগুলোর দ্রুত ট্রান্সফর্মেশন সহজ করতে এএমএল-এর স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতামূলক কাজ বিশেষ ভূমিকা রেখেছে।
যদিও এটা এএমএল-এর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়, তবু প্রতিটি অর্জনই পুরো দলের জন্য বিশেষ গর্বের। এই পুরস্কারগুলো প্রতিষ্ঠানটির সকল সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন, পাশাপাশি অংশীদার ও ক্লায়েন্টদের অবিচল আস্থার ফল।
এএমএল তাদের সকল ক্লায়েন্ট, সহযোগী এবং অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে—যাদের বিশ্বাস ও সমর্থনই প্রতিষ্ঠানটিকে প্রতি বছর নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রেরণা জোগায়।
ঢাকা/ইভা