ক্রিকেটের সঙ্গে বলিউডের দীর্ঘদিনের যে মেলবন্ধন, সেটারই আরেক উদাহরণ বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত তাঁরা। এই দম্পতিকে ‘বিরুশকা’ নামেও ডাকা হয়।

২০১৩ সালে একটি শ্যাম্পুর ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তারকা ব্যাটসম্যান কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা। শুটিং সেটেই তাঁদের পরিচয়। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তাঁরা বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে কোহলি–আনুশকার ঘর আলো করে আসে কন্যাসন্তান ভামিকা, পুত্রসন্তান আকাইয়ের জন্ম গত বছরের ফেব্রুয়ারিতে।

বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ ১৩০০ কোটি রুপি (১৮০৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যা তাঁদেরকে ভারতের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি করে তুলেছে।

আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কোহলির সম্পদের মূল্য প্রায় ১০৫০ কোটি রুপি, আনুশকার ২৫৫ কোটি রুপি। ক্রিকেট, অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তাঁদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে।

বিরাট কোহলিবিরাট কোহলির সম্পদের মূল্য ১০৫০ কোটি রুপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ট ক হল

এছাড়াও পড়ুন:

ঠিক টিক দিলেই পুরো নম্বর

গণিত : বহুনির্বাচনি

অধ্যায়–২

১. ১০৫০ টাকার ১০% নিচের কোনটি?

ক. ৫০ টাকা খ. ১০০ টাকা 

গ. ১০৫ টাকা ঘ. ১০৫০ টাকা 

২. লাভ ও ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?

ক. ক্রয়মূল্য  খ. বিক্রয়মূল্য 

গ. আয় ঘ. ব্যয় 

৩. লাভের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. বিক্রয়মূল্য > ক্রয়মূল্য 

খ.  বিক্রয়মূল্য

গ. ক্রয়মূল্য = বিক্রয় মূল্য + লাভ 

ঘ. ক্রয়মূল্য = বিক্রয় মূল্য 

আরও পড়ুনপ্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-ইংরেজি : জোর দাও শর্ট কম্পোজিশনে০৫ ডিসেম্বর ২০২৫

৪. কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কী বলে?

ক. মুনাফা   খ. আসল 

গ. মুনাফা–আসল ঘ. মুনাফার হার 

৫. ব্যাংকে জমাকৃত টাকার ওপর একটি নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, তাকে কী বলে?

ক. মুনাফার হার খ. মুনাফা–আসল 

গ. আসল ঘ. মুনাফা 

৬. বার্ষিক ১০% সরল মুনাফার ১,২০০ টাকার ৪ বছরের মুনাফা নিচের কোনটি?

ক. ৮৪ টাকা খ. ৪৮০ টাকা 

গ. ১২০ টাকা ঘ. ১০৬৮ টাকা 

৭. বার্ষিক শতকরা মুনাফার হার ৪ টাকা হলে ১২৫০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে টাকা?

ক. ১০৫ খ. ১৫০ 

গ. ৩০০ ঘ. ৫১০ 

সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক
ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ

  • ঠিক টিক দিলেই পুরো নম্বর