বিরাট কোহলি ও আনুশকা শর্মা—ভারতের ‘পাওয়ার কাপল’ এখন কত টাকার মালিক
Published: 25th, October 2025 GMT
ক্রিকেটের সঙ্গে বলিউডের দীর্ঘদিনের যে মেলবন্ধন, সেটারই আরেক উদাহরণ বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত তাঁরা। এই দম্পতিকে ‘বিরুশকা’ নামেও ডাকা হয়।
২০১৩ সালে একটি শ্যাম্পুর ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তারকা ব্যাটসম্যান কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা। শুটিং সেটেই তাঁদের পরিচয়। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তাঁরা বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে কোহলি–আনুশকার ঘর আলো করে আসে কন্যাসন্তান ভামিকা, পুত্রসন্তান আকাইয়ের জন্ম গত বছরের ফেব্রুয়ারিতে।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ ১৩০০ কোটি রুপি (১৮০৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যা তাঁদেরকে ভারতের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি করে তুলেছে।
আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কোহলির সম্পদের মূল্য প্রায় ১০৫০ কোটি রুপি, আনুশকার ২৫৫ কোটি রুপি। ক্রিকেট, অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তাঁদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
বিরাট কোহলিবিরাট কোহলির সম্পদের মূল্য ১০৫০ কোটি রুপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ট ক হল
এছাড়াও পড়ুন:
বিরাট কোহলি ও আনুশকা শর্মা—ভারতের ‘পাওয়ার কাপল’ এখন কত টাকার মালিক
ক্রিকেটের সঙ্গে বলিউডের দীর্ঘদিনের যে মেলবন্ধন, সেটারই আরেক উদাহরণ বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত তাঁরা। এই দম্পতিকে ‘বিরুশকা’ নামেও ডাকা হয়।
২০১৩ সালে একটি শ্যাম্পুর ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তারকা ব্যাটসম্যান কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা। শুটিং সেটেই তাঁদের পরিচয়। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তাঁরা বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে কোহলি–আনুশকার ঘর আলো করে আসে কন্যাসন্তান ভামিকা, পুত্রসন্তান আকাইয়ের জন্ম গত বছরের ফেব্রুয়ারিতে।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ ১৩০০ কোটি রুপি (১৮০৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যা তাঁদেরকে ভারতের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি করে তুলেছে।
আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কোহলির সম্পদের মূল্য প্রায় ১০৫০ কোটি রুপি, আনুশকার ২৫৫ কোটি রুপি। ক্রিকেট, অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে তাঁদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
বিরাট কোহলিবিরাট কোহলির সম্পদের মূল্য ১০৫০ কোটি রুপি