মানিকগঞ্জের কাঁচা বাজারগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

রবিবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড কাঁচা বাজার, বেউথা ও দুধ বাজারের সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করলা প্রতিকেজি ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজিতে ২০ টাকা কমে ৬০ টাকা, পটল ১০০ থেকে কমে প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্চে।

আরো পড়ুন:

ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

দাম কমেছে শশার। বাজারে দেশি শশা ১০০ থেকে কমে ৮০ টাকা এবং হাইব্রিড শশা ৭০ থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ এখন প্রতিপিস ৬০ টাকায় এবং ফুলকপি ৫০ টাকা কমে কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকাতে। 

বেউথা বাজারের সবজি বিক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, “মাঠে এখন প্রচুর পরিমাণে আগাম জাতের সবজি উঠছে। সরবরাহ বাড়লে দাম আরো কিছুটা কমবে।”

সবজি ক্রেতা হাসিনা বেগম বলেন, “গত সপ্তাহে সবজি কিনতে হাঁসফাঁস করতে হচ্ছিল। এখন দাম কমায় একটু স্বস্তি পেয়েছি। এই ধারা অব্যাহত থাকলে শীতের শুরুতে সবজির দাম আরো কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।”

বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, “কৃষকদের ফলন ভালো হওয়ায় সবজি বাজারে আসতে শুরু করেছে। দাম কমাতে বিক্রিও বেড়েছে বেশ। বিক্রি বাড়লে মুনাফাও বাড়ে।”

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাজাহান সিরাজ বলেন, “এ বছর অনুকূল আবহাওয়া ও বৃষ্টি কম হওয়ায় সবজির চাষ ভালো হয়েছে। উৎপাদন বেড়ে বাজারে সরবরাহও বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মানিকগঞ্জে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের থেকে এক হাজার হেক্টর বেশি।”

ঢাকা/চন্দন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ দ ম কম র সবজ সবজ র

এছাড়াও পড়ুন:

আবদুল আউয়াল মিন্টু ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার-২০২৫’ পুরস্কার পেলেন

বাংলাদেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার (টিএপি-২০২৫)’ পুরস্কার পেয়েছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে আয়োজিত ‘বোরলগ ডায়ালগ’ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউএফপিএফ) ও মার্কিন পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের কৃষি ও খাদ্যব্যবস্থায় উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতিবছর টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার পুরস্কার দেয়। গত জুন মাসে ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বের বিভিন্ন দেশের ৩৯ জন শীর্ষ কৃষি-খাদ্য উদ্ভাবক ও উদ্যোক্তার মধ্যে আবদুল আউয়াল মিন্টুও মনোনীত হন। তিনি বাংলাদেশের কৃষি-খাদ্য খাতের মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষিপণ্যের বাজার তৈরি—এই তিন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজকেরা জানিয়েছেন।

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার তালিকায় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যারা উদ্ভাবন, স্থায়িত্ব ও কৃষকের জীবিকা উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক খাদ্যব্যবস্থায় রূপান্তরমূলক পরিবর্তন আনছেন।

আবদুল আউয়াল মিন্টু লাল তীর সিড লিমিটেড ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা। দেশের বিপুল বীজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ প্রতিষ্ঠান এখন বাংলাদেশের অন্যতম শীর্ষ বীজ সরবরাহকারী হিসেবে পরিচিত। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত লাল তীর সিড লিমিটেড বর্তমানে দেশের মোট বীজ চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে। লাল তীর সিড ও লাল তীর লাইভ স্টক মাল্টিমোড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

২০১১ সালে আবদুল আউয়াল মিন্টু লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেড গড়ে তোলেন। এর লক্ষ্য মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধি। এ প্রতিষ্ঠান জেনেটিকভাবে উন্নত জাতের ষাঁড় থেকে মানসম্পন্ন বীর্য উৎপাদন করে টেকসই কৃত্রিম প্রজনন কর্মসূচি পরিচালনা করছে। কৃষকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময় কার্যক্রম মাঠপর্যায়ে পশুপালন উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর আবদুল আউয়াল মিন্টু খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে বাংলাদেশের কৃষি খাতে এক দৃষ্টান্তমূলক ব্যক্তিত্বে পরিণত করেছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এই অর্জন বাংলাদেশের কৃষক, গবেষক ও তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা চাই বাংলাদেশের কৃষি হোক উদ্ভাবননির্ভর, টেকসই এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক।’

সম্পর্কিত নিবন্ধ

  • আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের পর পাকিস্তানে টমেটোর কেজি ৬০০ রুপি
  • তেলের দাম বেড়েছে ৫ শতাংশ
  • রুশ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • দেশে সোনার দাম কীভাবে ঠিক হয়, কেন ভারত ও দুবাইয়ের চেয়ে দাম বেশি
  • আবদুল আউয়াল মিন্টু ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার-২০২৫’ পুরস্কার পেলেন