গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে সব মিলিয়ে লিভারপুল হেরেছিল চার ম্যাচ। কিন্তু এবার প্রথম নয় ম্যাচেই চতুর্থ হার দেখে ফেলল দলটি। লিগে প্রথম পাঁচ ম্যাচ জেতার পরই টানা চার ম্যাচ হারল অ্যানফিল্ডের ক্লাবটি। সর্বশেষ গতকাল শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে লিভারপুলের হার ৩-২ গোলে। তবে চার হারের মধ্যে এই ম্যাচের পারফরম্যান্সকে ‘সবচেয়ে বাজে’ বলে মন্তব্য করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট।

প্রতিপক্ষের মাঠে হারের পর লিভারপুল কোচ স্লট বলেছেন, ‘চার হারের মধ্যে আমার মতে এটাই সবচেয়ে বাজে। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের কিছু সময় আমরা স্বাভাবিক কাজগুলোই ঠিকঠাক করতে পারিনি। আমার মনে হয় তারা আমাদের চেয়ে বেশি ডুয়েল জিতেছে।’

ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে যায় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ডাংগো ওয়াতারা। এরপর কয়েকবার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি অতিথিরা। উল্টো প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ‘অল রেড’রা। যোগ করা সময়ে অবশ্য মিলোস কেরকেজের গোলে ব্যবধান কমায় লিভারপুল।

আরও পড়ুনএল ক্লাসিকোর আগে রিয়াল ও বার্সেলোনা কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে২ ঘণ্টা আগে

বিরতির পর ৬০ মিনিটে ইগর থিয়াগোর পেনাল্টি গোলে ব্যবধান ৩-১ করে ব্রেন্টফোর্ড। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে ৬ ম্যাচের খরা কাটিয়ে গোলে ফেরেন মোহাম্মদ সালাহ। ব্যবধান কমে আসে ৩-২-এ। তবে হার এড়াতে তৃতীয় গোলটির আর দেখা পাননি বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রেন্টফোর্ডের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবধ ন প রথম

এছাড়াও পড়ুন:

আ‌সি‌ফের জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা: রাশেদ খান

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যোগদা‌নের আহ্বান জা‌নি‌য়ে গণঅ‌ধিকার প‌রিষ‌দের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ব‌লে‌ছেন, তার জন্য আমা‌দের দরজা সবসময় খোলা র‌য়ে‌ছে। তি‌নি আস‌লে যোগ‌্যতা ও মর্যাদা অনুযায়ী তা‌কে সম্মা‌নিত করা হ‌বে।  

উপ‌দেষ্টা প‌রিষদ থে‌কে পদত্যাগের পর আসিফ গণঅ‌ধিকার প‌রিষ‌দে যোগ দি‌তে পা‌রেন এমন গুঞ্জ‌নের ম‌ধ্যে বৃহস্প‌তিবার এ বিষ‌য়ে দল‌টির সাধারণ সম্পাদক এ কথা ব‌লেন। 

তি‌নি ব‌লেন, ‘‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন এবং তার সঙ্গে আমাদের সখ্য রয়েছে। তিনি পদত্যাগ করার আগের দিনও তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গণঅধিকার পরিষদে আসার ব্যাপারে তিনি ইতিবাচক। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যদি আমাদের সঙ্গে আসতে চান সেক্ষেত্রে তার যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী তাকে সম্মানিত করা হবে।’’ 

রাশেদ খান বলেন, ‘‘আন্দোলন সংগ্রমে তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের তিনি নায়ক। তিনি চাইলে যে কোনো দলে যোগদান করতে পারেন। অথবা নতুন দলও গঠন করতে পারেন। সেই স্বাধীনতা তার রয়েছে। যেহেতু আমরা একসঙ্গে রাজনীতি করেছি, আমাদের সঙ্গে তার সখ্য রয়েছে, সেক্ষেত্রে গণঅধিকার পরিষদে আসলে তার জন্য ভালো হবে। তিনি সহজে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। যেটি অন্য দলের ক্ষেত্রে তার জন্য কঠিন হবে। তিনি যদি চান গণঅধিকার পরিষদে আসতে পারেন। তার জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা রয়েছে।’’

‘‘তিনি (আসিফ) উপদেষ্টা ছিলেন, সরকারে থাকলে সমালোচনা হয়। বয়স তো খুব বেশি না, এই বয়সে বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন। আমরা মনে করি বয়স বাড়ার সঙ্গে তার ভেতরে পরিপক্বতা বাড়বে। বুঝবেন, দেখবেন, শিখবেন। তার ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করা এই মুহূর্তে সমীচীন নয়,’’ বলেন তিনি। 

জুলাই অভ্যুত্থান নিয়ে রাশেদ বলেন, আসিফ মাহমুদের জন্যই ৬ আগস্টের কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়। এই সাহসী ভূমিকা ছিল তার। যে সিদ্ধান্তের কারণে স্বৈরাচারী হাসিনার পতন হয়। তার প্রতি আমাদের ভালোবাসা দেখানো উচিত ব‌লেও মন্তব‌্য ক‌রেন রা‌শেদ খান। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে উপ‌দেষ্টা আ‌সিফ মাহমুদ ও মাহফুজ আলম বুধবার প্রধান উপ‌দেষ্টার কা‌ছে পদত্যাগপত্র দি‌য়ে সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই গণঅ‌ধিকার প‌রিষ‌দে আ‌সি‌ফের যোগদান নি‌য়ে গুঞ্জন ছড়িযে পড়ে। যদিও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি আসিফ। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ