Risingbd:
2025-10-26@08:43:22 GMT

নয় মাসে সিঙ্গারের বড় লোকসান

Published: 26th, October 2025 GMT

নয় মাসে সিঙ্গারের বড় লোকসান

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বড় লোকসানে নেমেছে।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

বিএমআরই ও কোম্পানি অধিগ্রহণ করবে স্কয়ার টেক্সটাইলস

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.

৮১) টাকা। আগের বছর একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮৬) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৯৫ টাকা বা ১৫৮.৬০ টাকা।

এদিকে, চলতি হিসাববছরের ৯ মাসে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১১.৪২) টাকা। আগের বছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫১ টাকা। এ হিসেবে নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বড় লোকসানে নেমেছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৩৯ টাকা।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ স ববছর র

এছাড়াও পড়ুন:

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার দুই ক্যাটাগরির ১২টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হবে ২৭ অক্টোবর এবং শেষ হবে আগামী ১৬ নভেম্বর। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড- ১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড- ২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১৬ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুনবরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ৮৩২২ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি
০১ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
০২ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, টেলিটকের এর সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়িতে নিয়োগ, পদ ১২০২২ অক্টোবর ২০২৫

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৬ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

শর্তগুলো

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং ওই অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে।
৪। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, পরীক্ষা কোন সিলেবাসে২১ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯.৩৬ শতাংশ
  • বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
  • আজ টিভিতে যা দেখবেন (২৬ অক্টোবর ২০২৫)
  • করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন
  • প্লেট ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ইউনাইটেড হেলথকেয়ার
  • মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন নম্বর বণ্টন প্রকাশ
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৫)
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫: প্রাথমিক কিছু পর্যবেক্ষণ
  • ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ