বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে দলীয় প্রার্থী করার দাবিতে ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা করেন কালিয়াকৈর উপজেলা ও পৌর মহিলা দল।

গাজীপুর-১ আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মজিবুর রহমান এ আসনের দলের মনোনয়ন পেতে চাচ্ছেন। 

আরো পড়ুন:

ফেনী বিএনপিতে অন্তঃকোন্দল: মিন্টুর গাড়িবহরে হামলা 

পাবনায় জামায়াতের প্রার্থীর প্রচারে হামলা, গাড়ি ভাঙচুর

নারীদের ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মজিবুর রহমান। শোভাযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নারী অংশ নেয়। 

এ সময় মজিবুর রহমান বলেন, ‘‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চালু করেন। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তিনি আপনাদের সামনে থেকে সংগ্রাম করেছেন। দেশনেত্রীসহ অনেক নারীদের গ্রেপ্তার করে জেলখানায় ভরে রেখেছিল। তারপরও আমাদের দেশনেত্রী অন্যায়ের সঙ্গে আপস করেননি।’’

তিনি আরো বলেন, ‘‘যখনই আমার দুঃসময় এসেছে, তখনই মা-বোনেরা আমার পাশে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনেও আমার মা-বোনেরা আমার পাশে থাকবে। আমি মনোনয়ন পেলে গাজীপুর-১ আসনে আমাকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেবে।’’

ঢাকা/রেজাউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ গ জ প র ১ আসন ব এনপ র

এছাড়াও পড়ুন:

লিটনের কাঠগড়ায় শুরুর ব‌্যাটিং

লক্ষ‌্য ১৮২। অথচ রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৬ ওভারে রান মাত্র ২০। হাতে নেই ৪ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটের যে চাহিদা, চার-ছক্কার ফুলঝুরি তা পাওয়ার প্লে’তেই বেশি আসে। মানে প্রথম ৬ ওভারে যখন বৃত্তের বাইরে কেবল ২ জন ফিল্ডার থাকে। আয়ারল‌্যান্ডের বিপক্ষেও চট্টগ্রামে একই সুবিধা পেয়েছে বাংলাদেশ। অথচ বাংলাদেশের প্রথম ৬ ওভারে বাউন্ডারি মাত্র ১টি। সেটাও এসেছে ইনিংসের ২৮তম বলে, সাইফ হাসানের ব‌্যাটে।

আরো পড়ুন:

বিব্রতকর পরাজয়ের সঙ্গে মিলল ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আয়ারল্যান্ড

বাকিটা সময় তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ও সাইফ হাসান স্রেফ ধুঁকেছেন। এমন না যে আয়ারল‌্যান্ডের বোলিং অনেকটা ভালো হয়েছে। যুৎসই ছিল। চাইলেই সহজাত ব‌্যাটিংয়ে, ভালো ব‌্যাটিং অ‌্যপ্রোচে বোলিং সামলানো যেত। কিন্তু তালগোল পাকিয়ে নিজেদের উইকেট ছুঁড়ে এসেছেন ব‌্যাটসম‌্যানরা। 

শুরুর সেই দুর্বল ব‌্যাটিংয়ের কারণেই বাংলাদেশ ৩৯ রানের সমীকরণ মেলাতে পারেননি। তাওহীদের একার ৮৩ রানের ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে করতে পারে ১৪২ রান। 

ম‌্যাচ শেষে লিটন শুরুর ব‌্যাটসম‌্যানদের ব‌্যাটিং ব‌্যর্থতাকে পরাজয়ের কারণ হিসেবে দেখছেন, ‘‘আমরা জানি, চট্টগ্রামের উইকেট ব্যাটিং-বান্ধব, বিশেষ করে যখন শিশির থাকে। কিন্তু পাওয়ার প্লে ‘তে যদি আমরা দু-একটা উইকেট হারিয়ে ফেলি, তাহলে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য এসে স্থির থাকা খুব কঠিন। এত তাড়াতাড়ি চার উইকেট হারানো আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এবং এটি মানিয়ে নিতে পরবর্তীতে সময় লেগেছে।’’

দেয়াল হয়ে দাঁড়িয়ে তাওহীদ ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক‌্যারিয়ার সেরা ইনিংসটি খেলেছেন। একাদশে ফিরে ভালো করায় তাওহীদের পারফরম‌্যান্সে খুশি অধিনায়ক লিটন, ‘‘আমি খুব খুশি যে তাওহীদ হৃদয় আবার দলে ফিরে এসেছেন এবং তিনি আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ ছিল তা করেছেন। জাকের আলী কিছুক্ষণের জন্য তাকে সাহায্য করেছেন। আমি তাওহীদের জন‌্য খুব খুশি। কারণ, সে সত্যিই ভালো ব্যাট করেছে। আমি চাই সে এই সিরিজটি এভাবেই চালিয়ে যাক যেভাবে সে আজকে ব‌্যাটিং করলো।’’

বোলাররা ১৮১ রানে আটকে রাখে আয়ারল‌্যান্ডকে। আরও ২০-২৫ রান কম হলে ব‌্যাটসম‌্যানদের জন‌্য কাজটা সুবিধাজনক হতো বলে মন্তব‌্য করেছেন লিটন, ‘‘আমার মনে হয় আমাদের বোলাররা সত্যিই দুর্দান্ত কাজ করেছে। বিশেষ করে মোস্তাফিজ। আমরা জানি সে কীভাবে বোলিং করে। তবুও, যদি আমরা একটু ভালো বোলিং করি, তাহলে আমরা তাদের ২০-২৫ রানে সীমাবদ্ধ রাখতে পারি। কারণ উইকেট বোলারদের সাহায্য করছিল।’’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত‌্যাশার কথা জানিয়ে লিটন যোগ করেন, ‘‘আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে তাদের হারাতে পারব। এজন‌্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে অবশ‌্যই। আশা করছি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ