পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
Published: 26th, October 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
আরো পড়ুন:
নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯.
নয় মাসে সিঙ্গারের বড় লোকসান
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। রবিবার সকালে লেনদেনের শুরু থেকেই ডিএসইএক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে, বেলা ১২টার দিকে সূচকের পতন শুরু হয়। লেনদেনের শেষ মুহূর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে, গত কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত আছে ৫৯টির।
এদিন ডিএসইতে মোট ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬০ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪.১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৫৫ পয়েন্ট বেড়ে ৯০৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ক র শ য় র ও ইউন ট স এসই ড এসই
এছাড়াও পড়ুন:
ডিএসইতে মূলধন বেড়েছে ৬ হাজার ৫৮ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বাড়লেও সিএসইতে কিছুটা কমেছে।
শনিবার (২৫ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩০.১৮ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৮ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ২৪.১৬ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৫৮ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, দর কমেছে ২০৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। তবে লেনদেন হয়নি ২১টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.৪৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.৩৬ শতাংশ বেড়ে ১২ হাজার ৭২৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.১৭ শতাংশ কমে ৮ হাজার ৮৮২ পয়েন্টে, সিএসআই সূচক ০.৬৬ শতাংশ কমে ৯০৭ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.৬৪ শতাংশ কমে ২ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৯১৭ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৪ হাজার ২২ কোটি ৩৩ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১০৪ কোটি ৪১ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ২৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার ও ইউনিট দর।
ঢাকা/এনটি/ইভা