কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড করেছে স্থানীয় ছাত্র-জনতা।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর ব্লকেড করে তারা। পরে ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড করে ছাত্র-জনতা।

এতে দুটি মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ব্লকেড তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ‘ভৈরবের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আন্দোলন চললেও আজ কোনো ব্যানার ছিল না। তবে, এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা জেলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন, হাতে ছিল প্ল্যাকার্ড।

আন্দোলনকারীরা জানান, ভৈরবকে জেলা ঘোষণা না করা হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ঢাকা/রুমন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব লক ড

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার রাজীবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ব্যাপারীপাড়াসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. এবাদুল হক (৫৫) ও তাঁর স্ত্রী সাজেদা খাতুন (৫০)। তাঁদের মধ্যে এবাদুল হক ঘটনাস্থলে এবং সাজেদা খাতুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় একটি কারখানায় চাকরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন এবাদুল হক। বাড়িতে মায়ের গুরুতর অসুস্থ হওয়ার খবর পেয়ে আজ স্ত্রী ও নাতিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাচ্ছিলেন। পথে উচাখিলা ইউনিয়নের হরিপুর ব্যাপারীপাড়াসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে এবাদুল নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী সাজেদা খাতুন, নাতি রিফাত, অটোরিকশাচালক বাদল মিয়া ও পিকআপের চালক। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, আধাঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তারপরও ২ কিলোমিটার ছুটল ট্রেন
  • সাগরে নিম্নচাপ, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহের অভিষেকে আরিফুলের সেঞ্চুরি, প্রথম দিনে সেঞ্চুরি আরও তিনটি
  • ময়মনসিংহে লটারি মাধ্যমে কৃষক বাছাই 
  • ময়মনসিংহে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত