বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি
Published: 26th, October 2025 GMT
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো, গবেষণা ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে জাতীয় পে কমিশনে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ রোববার দুপুরে জাতীয় পে কমিশনের সভাপতির কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
ইউট্যাবের সভাপতি এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল পে কমিশনের কার্যালয়ে যায়। তারা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, সদস্য মো.
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় নেতা আবুল কালাম সরকার, আবদুল করিম, গোলাম রব্বানী, এস এম হাফিজুর রহমান, মো. আলী জিন্নাহ, আসলাম হোসেন, মো. নুরুল আমিন, সিরাজুল ইসলাম প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র উচ্চতর বেতনকাঠামোর দাবিতে স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল ভিত্তি। তাঁদের কঠোর পরিশ্রম ও মেধার দ্বারা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিচালনা সম্ভব হচ্ছে। কিন্তু বর্তমান বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এর ফলে মেধাবী তরুণেরা শিক্ষকতা পেশায় আসতে অনাগ্রহী হচ্ছেন এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের চেষ্টা করছেন।
ইউট্যাবের অন্য দাবিগুলো হলো গবেষণালব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতরণে সম্মেলন বা সেমিনারে ভ্রমণের ও অন্যান্য ভাতা প্রদান; গবেষণা ও প্রকাশনার কাজে উৎসাহিত করতে বিশেষ গবেষণা প্রকাশনা প্রণোদনা ভাতা প্রদান এবং শিক্ষকতা পেশায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে ও শিক্ষকদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে পর্যাপ্ত আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র শ ক ষকদ র ব শ বব দ য ব তনক ঠ ম স ম রকল প ইউট য ব র
এছাড়াও পড়ুন:
খোকসায় যুবককে গুলি করার পর কুপিয়েছে দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামে এক যুবককে গুলি করার পর ধারলো অস্ত্র দিয়ে কুপিয়েছে দৃর্বৃত্তরা।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পাপ্পু বিশ্বাস একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ওসমানপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পাপ্পু মোটরসাইকেল চালিয়ে উপজেলা শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজীদের ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা।
পাপ্পু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পাপ্পুর বাবা ওয়াজেদ আলী বলেন, “প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়েছে। দুটি গুলি পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। একটি গুলি হাঁটুর মধ্যে আটকে আছে। এছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে তারা।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “গুলিবিদ্ধ যুবককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।”
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, “পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি বড় টিম অভিযান পরিচালনা করছে।”
ঢাকা/কাঞ্চন/এস