ঋষভ শেঠির কন্নড় সিনেমা কানতারা: চ্যাপটার ১ বক্স অফিসে এখনো ঝড় তুলছে। মুক্তির তিন সপ্তাহ পরও ছবিটির দাপট কিছুটা কমলেও আয় দাঁড়িয়েছে বিশাল অঙ্কে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ২৪তম দিনে গতকাল পর্যন্ত ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় ৫৭৮.০১ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
‘কানতারা: চ্যাপটার ১’ টানা ২৪ দিন ধরে বক্স অফিসে রাজত্ব করে চলেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১.
দ্বিতীয় দিনে ২৬ শতাংশ কমলেও সপ্তাহান্তে আবার গতি ফিরে পায় ছবিটি। চতুর্থ দিনে আয় ছুঁয়েছিল ৬৩ কোটি রুপিতে। প্রথম সপ্তাহ শেষে ভারতেই মোট আয় ৩৩৭.৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় ১৪৭.৮৫ কোটি রুপি, তৃতীয় সপ্তাহে কিছুটা কমে ৭৮.৮৫ কোটি, আঞ্চলিক ছবির জন্য এই আয় যথেষ্ট বেশি।
‘কানতারা: চ্যাপটার ১’ সিনেমায় ঋষভ শেঠিউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক নত র
এছাড়াও পড়ুন:
হলান্ডের ব্যর্থতার দিনে সিটির হার, প্যালেসকে হারিয়ে শীর্ষেই আর্সেনাল
অ্যাস্টন ভিলা ০–১ ম্যানচেস্টার সিটি █ আর্সেনাল ১–০ ক্রিস্টাল প্যালেস
জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন আর্লিং হলান্ড। আজ গোল পেলেই রোনালদোকে ছাড়িয়ে যেতেন।
কিন্তু ভিলা পার্কে গোল করা দূরে থাক, হলান্ডকে তাঁর স্বাভাবিক খেলা খেলতে দেয়নি অ্যাস্টন ভিলা। নরওয়ের তারকা স্ট্রাইকার ম্যাচজুড়ে গোলের কোনো সুযোগও সৃষ্টি করতে পারেননি। ম্যাচের শেষ দিকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়েছে।
এর আগেই কাজের কাজটা করে রেখেছিল অ্যাস্টন ভিলা। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে এগিয়ে দেন ম্যাটি ক্যাশ। পোলিশ রাইট–ব্যাকের এই গোল শেষ পর্যন্ত ধরে রেখে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে ভিলা।
এ হারে পয়েন্ট তালিকার চারেই রয়ে গেল সিটি। ৯ ম্যাচ খেলে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ১৬। ভিলা উঠে এল আটে। উনাই এমেরির দলের পয়েন্ট ১৫।
সিটির ব্যর্থতা দিনে সাফল্য অব্যাহত রেখেছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে ১–০ গোলে হারিয়েছে গানাররা।
৩৯ মিনিটে দারুণ এক ‘অ্যাক্রোবেটিক শটে’ জয়সূচক গোল করেছেন এবেরেচি এচে। তবে প্যালেস এচের সাবেক ক্লাব বলেই তিনি গোল উদ্যাপন করেননি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৭ ম্যাচ জিতল আর্সেনাল, অপরাজিত থাকল টানা ১০ ম্যাচে। লিগের শীর্ষে থাকা মিকেল আরতেতার দলের পয়েন্ট এখন ২২। চমক দেখিয়ে দুইয়ে উঠে আসা বোর্নমাউথের পয়েন্ট ১৮।