Risingbd:
2025-12-11@17:32:36 GMT

১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Published: 27th, October 2025 GMT

১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ড্রি, আইটি কনসালটেন্টস, আমান ফিড, আমান কটন, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, এস্কয়ার নিট, জেএমআই হসপিটাল, বেঙ্গল উইন্ডোসোর, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস ও অ্যাডভেন্ট ফার্মা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০.

৬৬ টাকা।

এএমসিএল প্রাণের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.০১ টাকা।

রংপুর ফাউন্ড্রির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৮৬ টাকা।

আইটি কনসালটেন্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৬২ টাকা।

আমান ফিডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২২ টাকা।

আমান কটনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা।

মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৪১ টাকা।

রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৯ টাকা।

কাশেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৪ টাকা।

বিডিকম অনলাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৬ টাকা।

এস্কয়ার নিটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৪ টাকা।

জেএমআই হসপিটালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৬ টাকা।

বেঙ্গল উইন্ডোসোরের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৫ টাকা।

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৫ টাকা।

ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৭) টাকা।

অ্যাডভেন্ট ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭২ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ড স ট র জ ন র পর এ সময়

এছাড়াও পড়ুন:

স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচনের পথে শঙ্কা দেখছে রাষ্ট্র সংস্কার

নির্বাচন কমিশনের ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানি‌য়ে‌ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

বৃহস্প‌তিবার (১১ ডিসেম্বর) সন্ধ‌্যায় দলীয় কার্যাল‌য়ে এক ব্রিফিং দল‌টির সভাপতি হাসনাত কাইয়ূম ব‌লে‌ছেন, ‍“এই সরকারের বিরুদ্ধে অনেকের একটা প্রশ্ন ছিল যে, সরকার নির্বাচন করতে স্বদিচ্ছা রাখেন কি না। সেটা এখন প্রশ্নাতীত হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে সেজন্য ধন্যবাদ জানাই।”

আরো পড়ুন:

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

“একই সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আশঙ্কা যে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না? নির্বাচন কমিশন সেজন্য উপযুক্ত প্রস্তুতি নিয়েছেন কি না? এমনকি নির্বাচন কমিশন সেই আকাঙ্কা প্রকৃতই ধারণ করে কি না?,” প্রশ্ন রা‌খেন তি‌নি।

আগামী নির্বাচন যে একই সঙ্গে একটি জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ (গণভোট); এটা নির্বাচন কমিশন সঠিকভাবে ধারণ করে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে জা‌নি‌য়ে হাসনাত কাইয়ূম ব‌লেন, “গণভোট নিয়ে সঠিক প্রচার না করা, উচ্চ আদালতের রায় অবমাননা করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন নিয়ে গাফিলতি, কালক্ষেপণ করা- এসবই সে প্রশ্নকে উস্কে দিয়েছে।”

তিনি বলেন, “এ ছাড়া নির্বাচনি জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার করা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ অগ্রিম ভোটের ‌কালো বিধান রাখা ইত্যাদি নির্বাচন কমিশনের অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটাকে জোরাল করেছে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলন অবিলম্বে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দলের নিবন্ধনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার দাবি জানান দল‌টির সভাপ‌তি। একই সঙ্গে তি‌নি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধন করে এসব বিষয় সংশোধন করে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে দ‌লের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম ও সাইদুল খন্দকার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ