বার্সেলোনার এল ক্লাসিকো হারের ৪ কারণ
Published: 27th, October 2025 GMT
গত মৌসুমে টানা চার হারের পর অবশেষে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল জিতেছে জয় ২–১ ব্যবধানে। এই জয় রিয়ালের লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনাও বেশ বাড়িয়ে দিয়েছে।
১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭, বার্সেলোনার ২২। প্রশ্ন হচ্ছে, গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সা গতকাল রাতে কোথায় ভুল করল। আর রিয়ালই–বা কীভাবে ঘুরে দাঁড়াল। এল ক্লাসিকোতে রিয়ালের জয় ও বার্সার হারের তেমনই চারটি কারণ জেনে নেওয়া যাক।
এমবাপ্পে–বেলিংহাম–ভিনির জাদুবার্সার বিপক্ষে জিততে হলে রিয়ালের আক্রমণভাগের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং ভিনিসিয়ুস জুনিয়রকে গতকাল জ্বলে উঠতে হতো। দলের ও সমর্থকদের সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়েছেন এই তিনজন। অ্যাটাকিং থার্ডে প্রতিপক্ষকে রীতিমতো তটস্থ রেখেছিলেন তাঁরা। বিশেষ করে এমবাপ্পে ও বেলিংহাম ছিলেন দুর্দান্ত। এমবাপ্পে যখনই বল পেয়েছেন, প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন।
আরও পড়ুনরিয়ালের তোপে ইয়ামাল, এল ক্লাসিকোর শেষ বাঁশির পর ঠিক কী ঘটেছে ৫ ঘণ্টা আগেগোল করার পাশাপাশি প্রতিপক্ষকে চাপে রাখার কাজও ঠিকঠাক করেছেন এই ফরাসি তারকা। তবে এই ম্যাচে রিয়ালের আসল নায়ক বেলিংহাম। মিডফিল্ড একরকম একাই নিয়ন্ত্রণ করেছেন এই ইংলিশ তারকা। এমবাপ্পের প্রথম গোলে সহায়তার পাশাপাশি দ্বিতীয় গোলটি করেছেন দারুণ ফিনিশিংয়ে।
এমবাপ্পে ও বেলিংহামের মতো প্রভাব রাখতে না পারলেও ভিনিসিয়ুসও ছিলেন উজ্জ্বল। একাধিকবার উইং ধরে বার্সার বক্সে হানা দিয়েছেন। এ ছাড়া বেলিংহামের জয়সূচক গোলের উৎসও ছিল তাঁর দেওয়া দুর্দান্ত এক ক্রস। বলা যায়, রিয়ালের এই তিন তারকাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।
রিয়ালের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি বার্সা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প
এছাড়াও পড়ুন:
অ্যামাজনের অ্যালেক্সা+: পছন্দের পণ্যের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করবে এআই
অ্যামাজন তাদের অ্যালেক্সা+ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারীতে নতুন কিছু কেনাকাটার সুবিধা চালু করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সুবিধা হলো ব্যবহারকারীরা যেসব পণ্য কিনতে চান, সেগুলোর দাম কমলেই অ্যালেক্সা+ স্বয়ংক্রিয়ভাবে তা কিনে ফেলবে। অবশ্য এ সুবিধা নিয়ে উদ্বেগও রয়েছে।
সুবিধাটি প্রথম ঘোষণা করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করতে পারছেন। এটি অ্যামাজনের নতুন ‘শপিং এসেনশিয়ালস’ ইন্টারফেস আপগ্রেডের অংশ। এসব আপগ্রেড প্রথম পাওয়া যাচ্ছে ইকো শো ১৫ ও ইকো শো ২১–এ।
সুবিধাটি ব্যবহার করা খুবই সহজ। ব্যবহারকারীকে কেবল বলতে হবে কোন পণ্যটি কিনতে চান এবং কোন দামসীমায় তিনি পণ্যটি কিনতে আগ্রহী। এরপর চাইলে অ্যালেক্সা+কে সেই পণ্য স্বয়ংক্রিয়ভাবে কিনতে অনুমতি দেওয়া যাবে। ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হবে ব্যবহারকারীর ডিফল্ট পেমেন্ট ও ডেলিভারি তথ্য ব্যবহার করে। যদিও ব্যবহারকারীর নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, তবে এ নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন।
অ্যালেক্সা+ পণ্যের দাম নজর রাখার পাশাপাশি ব্যবহারকারীর শপিং কার্ট এবং শপিং লিস্টের পণ্যের সম্ভাব্য ডিলও খুঁজে দেখাবে। একই সুবিধা পাওয়া যাচ্ছে রুফাস নামের এআই সহকারীর মাধ্যমে। এটি অ্যামাজনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ব্যবহার করা যায়। নতুন ‘শপিং এসেনশিয়ালস’ আপগ্রেডের মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গায় দেখতে পারবেন চলতি অর্ডার, ডেলিভারির জন্য প্রস্তুত থাকা পণ্য, শপিং লিস্টে থাকা পণ্যসহ আরও সব গুরুত্বপূর্ণ তথ্য। এ ছাড়া অ্যালেক্সা+তে যোগ হয়েছে ব্যক্তিগত উপহার পরামর্শ সুবিধা। ব্যবহারকারী কাকে উপহার দিতে চান, তা উল্লেখ করলে অ্যালেক্সা+ সেই অনুযায়ী উপযুক্ত পণ্যের তালিকা সাজিয়ে দেবে। অ্যালেক্সা+ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারবেন।