সাভারে সিটি ইউনিভার্সিটিতে আটক ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর, মারধরের অভিযোগ
Published: 27th, October 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার।
শেখ মুহাম্মদ আলিয়ার বলেন, আজ বেলা আড়াইটার দিকে ওই শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু লোক এসেছিলেন, তাঁদের কাছে শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়।
এ ঘটনার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় পর্যন্ত সব ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনসাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতে সংঘর্ষ, বাসে আগুন৭ ঘণ্টা আগেশেখ মুহাম্মদ আলিয়ার বলেন, ‘আমরা তাদের আটকে রাখিনি। তারা এখানে ঘুরেফিরেই বেড়াচ্ছিল। কিন্তু যেহেতু অনেকেই রাতে আটকা পড়েছিল, তাই তাদের সেফ (নিরাপদ) করার চেষ্টা করেছি। কারণ, কেউ যেন তাদের আঘাত করতে না পারে। এ জন্য তাদের একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম। এরপর তারা (ড্যাফোডিল কর্তৃপক্ষ) এসে তাদের নিয়ে গেছে।’
তবে আটক শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, জিম্মি থাকা ছাত্রদের ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টি হলো, তাঁদের পিটিয়ে আধমরা করে ফেলা হয়েছে।
সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘মূলত ইউজিসির প্রতিনিধিদল জিম্মি থাকা ছাত্রদের মুক্ত করেছে। ওই প্রতিনিধিদলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, আমরা তাদের হাসপাতালে পাঠাচ্ছি। শিক্ষার্থীদের ব্যাপক মারধর করা হয়েছে।’
সৈয়দ মিজানুর রহমানের দাবি, ড্যাফোডিলের উপাচার্য শিক্ষার্থীদের হামলা চালানোর জন্য পাঠিয়েছেন, জোর করে এমন জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিটি ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, ‘পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি। হামলায় আমাদের ২৫-২৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং শতাধিক আহত হয়েছে। তারা (ড্যাফোডিলের শিক্ষার্থীরা) শিক্ষার্থীসুলভ আচরণ করেনি। যাদের ধরা হয়েছে, তারা ভাঙচুর চালাচ্ছিল। একজন শিক্ষার্থী ল্যাপটপ, কম্পিউটার, এসি—এগুলো কি চুরি করতে পারে? আমরা চাই, ড্যাফোডিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে। না হলে আইনের আশ্রয় নেব। আমাদের ২০-২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট র র রহম ন
এছাড়াও পড়ুন:
একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যে জোর দিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন
এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও দলীয় ঐক্যের বিষয়ে বিএনপি জোর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন,“আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা একটিই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিতে চাই।”
আরো পড়ুন:
টাঙ্গাইলে অপপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন টুকু
যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতি চাচ্ছে: আমানউল্লাহ
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।”
দেশের যুব সমাজকে বিভিন্নভাবে কাজে লাগাতে বিএনপির পরিকল্পনা নিয়ে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে যুবকদের, তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে।”
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ