নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল থেকে বন্দর উপজেলার বেজেরগাও, কাইকারটেক লম্বাদরুদি, বিবিজোড়া, মিরকুন্ডি, বালুচর, কলাবাগ, সাবদী এলাকার জনগণের দ্বারে দ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌছে দেন তিনি।

এরআগে বেজেরগাও এলাকায় জড়ো থাকে বন্দরের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ ও বিএনপি নেতৃবৃন্দ। এরপর বিএনপি নেতা আব্দুস সাত্তার এর নেতৃত্বে মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি। 

মিরকুন্ডি বাজার এলাকায় পথসভাকালীন তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।

ফ্যাসিস্ট এর প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। 

তিনি আরও বলেন, আমরা আপনাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট পৌঁছে দিলাম।

নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক জিয়ার এই স্বপ্ন পূরণে। আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে শক্তিশালী করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, বিএনপি’র পক্ষে কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন। 

সবশেষে তিনি সবার কাছে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং আবু জাফর আহমেদ বাবুল এর জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য যে পুরো সময় জুড়ে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাবউদ্দিন, বাহাউদ্দিন প্রধান, নবী হোসেন, শরীফ হোসেন, রহমান মুক্তার হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমান, মো.

খোকন, মো. সানাউল্লাহ, খায়ের, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সদস্য গোলাম রাব্বি, মো. সজল প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র আম দ র রহম ন

এছাড়াও পড়ুন:

শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি কোনো জোট করবে না: সারজিস আলম

জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোট করবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্প একাডেমি মিলনায়তনে এনসিপি আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘এনসিপি শুধু কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার কোনো চিন্তা করছে না। এনসিপি মনে করে, কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রতিটা সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটমেন্ট থাকে, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার প্রতি কমিটমেন্ট থাকে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকার পাশাপাশি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে, তাহলে এর ভিত্তিতে আগামী নির্বাচনে তাদের সাথে জোট হতে পারে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধু সিট পাওয়ার জন্য কোনোরকম জোট এনসিপি করবে না। আর যদি এনসিপি এসব কমিটমেন্টের ভিত্তিতে জোট করেও তাহলে জাতীয় নাগরিক পার্টির নামে করবে এবং সরকার গঠন করবে।’

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে সারজিস আলম বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল, সেই নিশ্চয়তা কীভাবে হবে, কবে হবে নিশ্চিত না হয়ে শুধু নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল, তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি, যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, যেদিন এই আদেশ জারি করা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে, তখন বাংলাদেশের মানুষকে নিয়ে এনসিপি নির্দ্বিধায় দেশের মানুষের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করবে। তার পূর্বে কোনো নিশ্চয়তা ছাড়া শুধু একটা কাগজে এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না।’

এনসিপির এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের এনসিপির অংশগ্রহণের নিশ্চয়তা আবশ্যক। আগামী নির্বাচনে তরুণদের কণ্ঠস্বর ও জনগণের প্রতিনিধিত্ব করা অত্যন্ত প্রয়োজনীয়।

সারজিস আলম আরও বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, ওই আকাঙ্ক্ষার কাছাকাছিও বাস্তবায়ন হয়নি। গত এক বছরে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি। প্রত্যেক স্টেকহোল্ডার তাদের জায়গা থেকে সহযোগিতা করেনি। প্রশাসনে এখন হয় বিএনপি-জামায়াতের লোক, না হয় আগের স্বৈরাচারের লোকজন রয়েছে। সচিব, ডিসি, ইউএনও ও থানার ওসিদের দলীয় না হয়ে বাংলাদেশের হতে হবে। না হয় পরবর্তী সময়ে দেশে আবারও একটা কিছু হলে কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেন, ‘এনসিপি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে তৃতীয় শক্তিশালী দল হলেও তার আগে যে শক্তিশালী দুটি দল রয়েছে, তাদেরও এই জায়গা থেকে বড় দায়িত্ব পালন করা উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের অসহযোগিতা করতে দেখেছি। দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে দেখেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সঞ্চালনায় ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটির সদস্য দিদার শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এনবিআর নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনা আছে: সালাহউদ্দিন
  • টাঙ্গাইলে গণসংযোগে বিএনপি নেতার মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে নামলেন স্ত্রী
  • বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে: আমীর খসরু
  • বন্দরে শিল্পপতি বাবুলের পক্ষে লিফলেট বিতরণ
  • শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি কোনো জোট করবে না: সারজিস আলম
  • জনগণের সেবা নিশ্চিত করতেই মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি : ডিসি
  • সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা, মিছিল
  • সোনারগাঁয়ে কৃষক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • জামায়াত আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে : সাখাওয়াত