বাবুলের পক্ষে ৩১ দফার প্রচারে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা সাত্তার
Published: 27th, October 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল থেকে বন্দর উপজেলার বেজেরগাও, কাইকারটেক লম্বাদরুদি, বিবিজোড়া, মিরকুন্ডি, বালুচর, কলাবাগ, সাবদী এলাকার জনগণের দ্বারে দ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌছে দেন তিনি।
এরআগে বেজেরগাও এলাকায় জড়ো থাকে বন্দরের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ ও বিএনপি নেতৃবৃন্দ। এরপর বিএনপি নেতা আব্দুস সাত্তার এর নেতৃত্বে মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি।
মিরকুন্ডি বাজার এলাকায় পথসভাকালীন তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
ফ্যাসিস্ট এর প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আপনাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট পৌঁছে দিলাম।
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক জিয়ার এই স্বপ্ন পূরণে। আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে শক্তিশালী করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, বিএনপি’র পক্ষে কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন।
সবশেষে তিনি সবার কাছে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং আবু জাফর আহমেদ বাবুল এর জন্য দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য যে পুরো সময় জুড়ে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাবউদ্দিন, বাহাউদ্দিন প্রধান, নবী হোসেন, শরীফ হোসেন, রহমান মুক্তার হোসেন, জাকির হোসেন, আব্দুর রহমান, মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র আম দ র রহম ন
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) বাদ এশা সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকেরবিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক,যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো.জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল, আরিফ হোসেন, সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের নেতৃবৃন্দ।