সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাগর ইসলাম হৃদয় (৩০) ও অনিক (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে টহল ডিউটি চলাকালীন সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জালকুড়ি বাসস্ট্যান্ডে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সাগর ইসলাম হৃদয় নাটোর জেলার সদর থানার সুলতানপুর উত্তর পাড়া এলাকার সেন্টু রহমানের ছেলে এবং অনিক একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ও জালকুড়ি সিনেমা হল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

আটকের পর তাদের তল্লাশি করে একটি স্টিল বডির খেলনা পিস্তল, একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং নগদ ১,২৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই খেলনা পিস্তল ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই করার পরিকল্পনা করেছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত সাগর ও অনিকের বিরুদ্ধে তাদের নিজ এলাকা নাটোর সদর থানায় পূর্বেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, এলাকায় এ ধরনের ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে পুলিশের নিয়মিত অভিযান এবং সার্বক্ষণিক চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ছ নত ই

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ ছিনতাই প্রস্তুতিকালে ২ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাগর ইসলাম হৃদয় (৩০) ও অনিক (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে টহল ডিউটি চলাকালীন সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জালকুড়ি বাসস্ট্যান্ডে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সাগর ইসলাম হৃদয় নাটোর জেলার সদর থানার সুলতানপুর উত্তর পাড়া এলাকার সেন্টু রহমানের ছেলে এবং অনিক একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ও জালকুড়ি সিনেমা হল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

আটকের পর তাদের তল্লাশি করে একটি স্টিল বডির খেলনা পিস্তল, একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং নগদ ১,২৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই খেলনা পিস্তল ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই করার পরিকল্পনা করেছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত সাগর ও অনিকের বিরুদ্ধে তাদের নিজ এলাকা নাটোর সদর থানায় পূর্বেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, এলাকায় এ ধরনের ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে পুলিশের নিয়মিত অভিযান এবং সার্বক্ষণিক চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ