গাজীপুরের ঝুটগুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
Published: 28th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে কামাল হোসেনের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের ওই গুদামে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই গুদামের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মালিক কামাল হোসেন বলেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ভোর রাতে হঠাৎ আগুন লাগার খবর পান। তাঁর ধারণা, কেউ শত্রুতাবশত আগুন ধরিয়ে দিতে পারে। এ ঘটনার তদন্তের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, আজ ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। একইসঙ্গে তিনি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল তিন মাস আগে ক্ষমতা গ্রহণের পর থেকে তার সংখ্যালঘু সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে লড়াই করছে তার মধ্যে মারাত্মক সীমান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, “সঠিক সমাধান হল পার্লামেন্ট ভেঙে দেওয়া... যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার একটি উপায়।”
ব্যবসায়ী আনুতিন ২০২৩ সালের আগস্টের পর থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের সময় জানিয়েছিলেন, তিনি জানুয়ারির শেষের দিকে পার্লামেন্ট ভেঙে দেবেন। তবে, এখন অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন।
গত মাসে দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যা মোকাবেলার জন্য অনুতিন এবং তার ভুমজাইথাই দল তীব্র সমালোচিত হয়েছিল। বন্যার ফলে কমপক্ষে ১৭৬ জন নিহত হয়েছিল। কম্বোডিয়ার সাথে নতুন করে সংঘটিত লড়াইয়ের কমপক্ষে ২০ জন নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন অনুমোদিত ডিক্রিতে অনুতিন লিখেছেন, “দেশকে ঘিরে থাকা জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সরকার জনপ্রশাসনের সকল উপায় অবলম্বন করেছে... তবে দেশ পরিচালনার জন্য স্থিতিশীলতা প্রয়োজন।”
ঢাকা/শাহেদ