গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে শোকস্তব্ধ রুনা লায়লা
Published: 28th, November 2025 GMT
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস করেন। ৬৯ বছরের জীবনে ৫১ বছর গিটারের সঙ্গে কাটিয়েছেন সেলিম হায়দার। দেশের প্রখ্যাত বেশিরভাগ শিল্পীর সঙ্গে বাজিয়েছেন এই মিউজিশিয়ান। এ তালিকায় রয়েছেন গুণী সংগীতশিল্পী রুনা লায়লা।
গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে শোকস্তব্ধ বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। শুক্রবার (২৮ নভেম্বর) এ শিল্পী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন।
আরো পড়ুন:
রুদ্রনীলের সঙ্গে তনুশ্রীর প্রেম কেন ভেঙেছিল?
বেড়াতে গিয়ে বিদেশ বিভুঁইয়ে বিয়ে করলেন নায়িকা
রুনা লায়লা বলেন, “বাংলাদেশ আজ একজন অত্যন্ত প্রতিভাবান সংগীতশিল্পীকে হারাল। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাজিয়েছেন তিনি। আমরা প্রায় পুরো পৃথিবী ঘুরে একসঙ্গে কনসার্ট করেছি। আমার ব্যান্ডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং প্রতিটি সংগীতাংশ ও গান নিখুঁতভাবে মনে রাখতেন। কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন তিনি।”
অসুস্থ হায়দারের খোঁজখবর নিতেন রুনা লায়লা। তা জানিয়ে এই শিল্পী বলেন, “আমি জানতাম তিনি অসুস্থ, তাই মাঝে মাঝে খোঁজ নিতাম এবং আশা করতাম, প্রার্থনা করতাম—তিনি শিগগরি সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন। কিন্তু তা আর হলো না। আমি সেলিম হায়দারকে খুব তাড়াতাড়ি হারালাম।”
হায়দারকে হারিয়ে স্তব্ধ রুনা লায়লা বলেন, “আমি স্তব্ধ ও আমার হৃদয়ে ভেঙে গেছে; তার অকাল প্রয়াণে কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার রুহের মাগফিরাত দান করুন। আমিন।”
এক মাস আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এরপর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট ছিলেন। তবে বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও পারদর্শী ছিলেন। ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের বেশির ভাগ শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন। সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
৬৯ বছরের জীবনে ৫১ বছর কেটেছে গিটারের সঙ্গে, মারা গেলেন সেলিম হায়দার
ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের। সেলিম হায়দারও এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।
সেলিম হায়দারের ৬৯ বছরের জীবনের ৫১ বছর কেটেছে গিটারের সঙ্গে। দেশের প্রখ্যাত বেশিরভাগ শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। মাসখানেক আগে সেলিম হায়দার প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এরপর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেলিম হায়দার