কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের অনুসারী নেতাদের বাড়িতে হামলা ও একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার অনুসারীরা সোমবার রাতে এ হামলা চালান বলে অভিযোগ।

এর প্রতিবাদে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন যুবদল নেতা শরীফ উদ্দিনের অনুসারীরা। সমাবেশ শেষে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে সেন্টার মোড়ে গিয়ে শেষ হয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নাম ঘোষণা করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা অভিযোগ করেন, বিএনপি–দলীয় প্রার্থী হিসেবে বাচ্চু মোল্লার নাম ঘোষণার পরপরই দৌলতপুরে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এ সময় দৌলতপুর থানা বাজারসহ বিভিন্ন এলাকায় ‘জুয়েল ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে উচ্ছৃঙ্খলতা প্রকাশ করেন।

নেতা–কর্মীদের অভিযোগ, রাতেই দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমানের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। এ সময় বাড়ির লোকজনসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইভাবে আল্লারদর্গা বাজার, বোয়ালিয়া বাজার, মহিষকুন্ডি বাজারসহ বিভিন্ন এলাকায় ককটেল হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করা হয়। এ সময় তাঁরা যুবদল নেতা শরীফ উদ্দিনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন বলে বক্তব্যে উল্লেখ করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, বাচ্চু মোল্লার সমর্থকেরা দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় শরীফ উদ্দিনের সমর্থিত বিএনপি–দলীয় কার্যালয় ভাঙচুর করেন।

দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান বলেন, ‘আমার বাড়িতে ও বাড়ির সামনে একের পর এক ককটেল হামলা চালানো হয়েছে। এতে আমার পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। এভাবে ভয় দেখিয়ে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।’ তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে মনোনয়ন পাওয়ার পর গতকাল সন্ধ্যায় তিনি গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কোনো ধরনের বিরোধ–রেষারেষি করা যাবে না। করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনমেহেরপুর-২ আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০২ ঘণ্টা আগেআরও পড়ুনসাতক্ষীরা-৩ আসন: বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহিদুলের সমর্থকদের অর্ধদিবস হরতাল পালন ৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ লতপ র উপজ ল র সমর থ য বদল র

এছাড়াও পড়ুন:

মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত

অনিবার্য কারণবশত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

টাঙ্গাইলে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ 

খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এনসিপির

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করল বিএনপি
  • মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
  • মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
  • নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা