সারা দেশের অধস্তন আদালতের বিভিন্ন ক্যাটাগরির সহস্রাধিক বিচারককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

শেখ হাসিনার ওপর হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ আসামি খালাস

‘যুগান্তকারী সিদ্ধান্ত’: দেওয়ানি ও ফৌজদারি আদালত এখন থেকে আলাদা

সভা সূত্রে জানা যায়, ফুলকোর্ট সভায় বিভিন্ন ক্যাটাগরিতে যেমন-জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে আরো জানা যায়, আগামী বছর সুপ্রিম কোর্টের ছুটির ক্যালেন্ডার সময় নির্ধারণ এবং বিচার বিভাগের শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে।

সভায় পৃথক সচিবালয় নিয়ে আলোচনা হয়। ফুলকোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান বিচারপতি ড.

সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফুলকোর্ট সভায়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব

এছাড়াও পড়ুন:

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোকে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা

প্রথম আলো তার যাত্রাপথে ২৭ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।

শুভেচ্ছা জানাতে প্রথম আলো কার্যালয়ে আসেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী, হেড অব এক্সটারনাল কমিউনিকেশনস আংকিত সুরেকা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল, বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম, ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম,

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারা

সম্পর্কিত নিবন্ধ