গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা, পুড়ে গেছে সাইনবোর্ডের একাংশ
Published: 16th, November 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন বলেন, তাঁদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়। তাঁরা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।
স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। আশপাশে পেট্রলের গন্ধে ছেয়ে যায়। বাজারের মাঝখানে হওয়ায় শব্দ পেয়ে আশপাশে থেকে অনেকেই ছুটে আসেন।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক প্রথম আলোকে বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা–শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত সোয়া ২টার দিকে ব্যাংকটি লক্ষ্য করে হামলা চালায় তারা। এতে ব্যাংকের সাইনবোর্ডে পুড়ে গেলেও কেউ আহত হননি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন:
তদন্তে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতোই শাখা ব্যবস্থাপকসহ চারজন কর্মকর্তা রাতে ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। বিকট শব্দে ঘুম ভাঙলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের লোকজন ছুটে এলে কর্মকর্তা আব্দুর রাজ্জাক পেছনের দরজা দিয়ে বাইরে বের হন। মূল ফটকে গিয়ে তিনি সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
তিনি বলেন, “সাইনবোর্ডটি পুড়ে গেলেও ব্যাংকের ভেতর কোনো ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব।”
ঢাকা/রফিক/মাসুদ