সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় ঘটেছে এক নাটকীয় চোরকাণ্ড।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টায় মোহাম্মদপুরের লিয়ামত মিয়া নামের একজনের তিন তলা বাসায় চোর ঢোকে। বিষয়টি পাশের পরিবারের লোকজন টের পেয়ে পুলিশ ও এলাকাবাসীকে জানান।
বিষয়টি জানাজানি হলে ওই বাসার নিচে জনতার ভিড় ও হৈচৈ পড়ে। তখনই ঘটে মূল ঘটনা, পরিস্থিতি বেগতিক টের পেয়ে চোর দ্রুত ঘরের ভেতর দরজা আটকে বসে পড়ে। দীর্ঘক্ষণ ডেকে ও ভিতরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙার জন্যে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। কিন্তু ভেতরে ঢুকেই সবাই হতবাক, চোরকে কোথাও পাওয়া যাচ্ছে না! পুরো ঘর তল্লাশি চালানোর পর এক পর্যায়ে বাথরুমের ছাদের ওপর লুকিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তবে মব সৃষ্টির আশঙ্কায় পুলিশ ঘণ্টাখানেক ওই বাসায় নিরাপদে পাহারায় রাখে। উৎসুক জনতার ভিড় কমলে চোরকে নিচে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/মনোয়ার/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা–শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত সোয়া ২টার দিকে ব্যাংকটি লক্ষ্য করে হামলা চালায় তারা। এতে ব্যাংকের সাইনবোর্ডে পুড়ে গেলেও কেউ আহত হননি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন:
তদন্তে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতোই শাখা ব্যবস্থাপকসহ চারজন কর্মকর্তা রাতে ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। বিকট শব্দে ঘুম ভাঙলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের লোকজন ছুটে এলে কর্মকর্তা আব্দুর রাজ্জাক পেছনের দরজা দিয়ে বাইরে বের হন। মূল ফটকে গিয়ে তিনি সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
তিনি বলেন, “সাইনবোর্ডটি পুড়ে গেলেও ব্যাংকের ভেতর কোনো ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব।”
ঢাকা/রফিক/মাসুদ