যাকে ভিলেন ভেবেছ, সেই হয়তো সবচেয়ে পছন্দের মানুষ
Published: 16th, November 2025 GMT
টিভি পর্দায় বহু চরিত্রেই অভিনয় করেছি। কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো আবার কোম্পানির প্রধান হয়ে সামলেছি বিশাল ব্যবসা। আমি সামান্য অভিনয়শিল্পী, এতটুকুই করতে পারি। তোমাদের মতো আইন, ব্যবসা, ওষুধ নিয়ে পড়ার মতো মেধা আমার ছিল না; বরং আমার যতটুকু মেধা ছিল, তা অভিনয়েই কাজে লাগিয়েছি।
তোমরা পাস করে যে চাকরিতে প্রবেশ করবে, তার সবকিছুই আমি করেছি। হোক না সেটা পর্দায়, কিন্তু করেছি তো!
তিন দশকের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি, অভিনয় মানে শুধু একটি চরিত্র করা না, অন্য কারও ‘ভান’ করাও নয়। অভিনয় মানে একটি চরিত্রের সঙ্গে মিশে যাওয়া। তার আচার-আচরণ, আবেগ-অনুভূতি বুঝতে পারা। সুখ-দুঃখে সহমর্মী হওয়া।
একটি চরিত্র তৈরিই হয় মানুষের অব্যক্ত চাওয়া-পাওয়াকে কেন্দ্র করে। মানুষ কী চায়? কেন চায়? কীভাবে চায়? আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ প্রশ্নের উত্তর আমি অভিনয়ের মধ্য দিয়েই পেয়েছি।
অভিনয় মানে একটি চরিত্রের সঙ্গে মিশে যাওয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
সিলেটে মোটরসাইকেলে এসে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গতকাল শনিবার রাতের দুটি ঘটনায় কেউ হতাহত হননি।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে, শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। তারা মোটরসাইকেল রাস্তায় রেখে হাসপাতালের ভেতরে ঢুকে। পরে হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মাথায় হেলমেট ও গায়ে হুডি পরা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ১৫ মিনিটে তাঁরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণ করে রাত ৩টা ৪৮ মিনিটে ফিরে আসেন। অন্যদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ৫০ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে ফিরে আসেন।
আজ সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।