গাইবান্ধায় সৈকত (৩৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সৈকতকে অজ্ঞাত ব্যক্তিরা অটোরিকশাযোগে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হত্যার বিষয়টি জানতে পারে পুলিশ। 

নিহত সৈকত গাইবান্ধা পৌর শহরের মাস্টার পাড়ার মৃত আলী আহমেদের ছেলে। সৈকতের নামে থানায় একাধিক মামলা আছে। 

স্বজনদের অভিযোগ, মাদকসেবন নিয়ে সৈকতের সঙ্গে লিয়ন, মজিবর, পলাশ, জনিসহ কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব হয়। বিরোধ মীমাংসার জন্য গতকাল রাতে সৈকতকে বাসা থেকে ডেকে নিয়ে যায় মজিবর। পরে তারা তাকে সদর উপজেলার ত্রিমোহনী নামক স্থানে নিয়ে গিয়ে হত্যা করে।

হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন সৈকতের পরিবারের সদস্য ও স্বজনরা।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ সরকার সাংবাদিকদের বলেছেন, গতকাল রাতে যখন ওই যুবককে হাসপাতালে আনা হয়, তখন তিনি জীবিত ছিলেন না। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। 

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল বলেছেন, গতকাল রাত ১টার দিকে খবর পেয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে সৈকতকে মৃত অবস্থায় পাই। মরদেহের ময়নাতদন্ত চলছে। তার শরীরে ছুরির একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সৈকতকে কারা, কীভাবে হত্যা করেছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 

ঢাকা/মাসুম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স কতক

এছাড়াও পড়ুন:

দুলামিয়া কটনের এজিএম স্থগিত

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ: বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

তথ্যমত, গত ২৯ সেপ্টেম্বর ডিএসইর মাধ্যমে দুলামিয়া কটন কর্তৃপক্ষ ৩ ডিসেম্বর এজিএম করার কথা জানিয়েছিল। তবে বুধবার তা স্থগিত করার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এজিএম আয়োজন কবে করা হবে, সে তারিখ পরবর্তীতে জানিয়ে দেবে দুলামিয়া কটন কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ