ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ
Published: 3rd, December 2025 GMT
কয়েক মাস আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। এরপর গত ৭ মাস ধরে শয্যাশায়ী। দীর্ঘ সময় পর দুঃসহ সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ।
একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পবনদীপ জানালেন, দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়, তার পা ও হাত ভেঙে যায়।
আরো পড়ুন:
শাহরুখের নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছেন?
বাবা-মায়ের সঙ্গে সন্তানের তর্ক হওয়া দরকার: কাজল
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে কেউ তাদের সাহায্য করেননি। এ তথ্য উল্লেখ করে পবনদীপ বলেন, “পুলিশ না আসা পর্যন্ত আমাদের কেউই সাহায্য করেননি। গাড়িতে যখন আগুন ধরে যায়, তখন আমারা গাড়ির ভেতরেই ছিলাম। একজন আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতর থেকে বাইরে ফেলে দেয়। আমি সঠিক জানি না, কথক্ষণ গাড়ির ভেতরে ছিলাম। জ্ঞান ফিরে দেখি আমি গাড়ির বাইরে।”
দুই পা ও এক হাত ভেঙে যায় পবনের। এ তথ্য উল্লেখ করে এই গায়ক বলেন, “এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার দুই পা ও এক হাত ভেঙে গিয়েছিল। আমি বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের হাসপাতালে আসতে বলি। আমি শুধু ভাবছিলাম, যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়। এখন অনেক ভালো আছি।”
দুঃসহ স্মৃতিচারণ করে পবনদীপ বলেন, “দুর্ঘটনার প্রথম মাসে এক পাশ থেকে অন্য পাশে নড়তে পারতাম না। এখন আমি মোটামুটি হাঁটতে পারি; যা আমাকে আনন্দ দেয়। হাঁটতে পারার যে সত্যিকারের আনন্দ এখন তা উপলব্ধি করতে পারছি। যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন আপনাকে তা মেনে নেওয়া উচিত এবং ইতিবাচক থাকা জরুরি। আমি হাঁটতে শুরু করেছি। আশা করছি, দ্রুতই আরো সুস্থ হয়ে উঠব।”
গত ৫ মে ভোররাত ৩টা ৪০ মিনিটে ভারতের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনা ঘটে। বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে পবনদীপ বলেন, “দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। ভাঙা পা নিয়ে যখন মুম্বাইয়ের আসি। তারপরও আরো এক মাস আমাকে অচল অবস্থায় থাকতে হয়েছিল। ধীরে ধীরে আমি আবার হাঁটা শুরু করেছি, এমনকি গিটার বাজানোও শুরু করেছি। আমার হাতে কিছুটা শক্তি ফিরে পেয়েছি। যদিও এখনো আরো সেরে ওঠা প্রয়োজন।”
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হন ভারতের উত্তরখন্ডের পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন। এ আসরে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন অরুণিতা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে গর্ববোধ করার কথা জানালেন রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। গত মাসের শুরুর দিকে তাঁর বিএনপিতে যোগ দেওয়ার খবর সামনে আসে। এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন।
বিএনপিতে যোগ দিতে পেরে গর্ববোধ করার কথা জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, বিএনপি দুবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, আরেকবার খালেদা জিয়া। এটা বিএনপির একটা ঐতিহাসিক ভূমিকা। এমন উদাহরণ অন্য কোনো দেশে দেখা যায় না। এসব কারণে তিনি বিএনপির প্রতি আকৃষ্ট হন। জিয়াউর রহমানকে তাঁর আদর্শ বলেও উল্লেখ করেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, বিএনপির নেতৃত্ব দেশের নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণ করতে পারবে। বিএনপির আগের ভিশন নেই, অনেক কিছু বদলে গেছে।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, রেজা কিবরিয়া আজ তাঁদের মাঝে এসে তাঁদের দলে যোগ দিয়েছেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রেজা কিবরিয়াকে তাঁদের দলে স্বাগত জানাচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষ প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়ার বিএনপির পতাকাতলে আসাকে তাঁর দল স্বাগত জানাচ্ছে। অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। আগামী সংসদ নির্বাচনে জন্য গত মাসের শুরুতে বিএনপি যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে, সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এর আগে তিনি গণফোরামে যোগ দেন। পরে দলটির সাধারণ সম্পাদক হন। এরপর রেজা কিবরিয়াকে কেন্দ্র করে দলটি দুইভাগে বিভক্ত হয়। পরে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। সেখানেও তাঁকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার তিনি বিএনপিতে যোগ দিলেন।
আরও পড়ুনবিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া০৫ নভেম্বর ২০২৫