‘ম্যাকগাইভার’ নিয়ে স্মৃতিকাতর সজল
Published: 3rd, December 2025 GMT
ম্যাকগাইভার সিরিয়ালের সঙ্গে জড়িয়ে আছে কত স্মৃতি। তিন দশক আগের সেসব স্মৃতিই অভিনেতা আবদুন নূর সজলকে শৈশবে নিয়ে গেল। অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত ডাবিংয়ের কাজও করেন এই অভিনেতা। ম্যাকগাইভার-এর বাংলা ডাবিংয়ে তিনি ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
সজল জানালেন, ম্যাকগাইভারের চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরপর দুবার অডিশন দিয়েছেন। তবু সুযোগটি হাতছাড়া করতে চাননি। ‘ম্যাকগাইভার চরিত্রের কথা আমি কখনোই ভুলব না। শৈশবে এই চরিত্র পর্দায় দেখে বাসায় নানা রকম দুষ্টুমিতে মেতে উঠতাম। অনেক বকা, কান মলা খেতাম। ভয়েস দিতে এসে, সিরিয়ালটি আবার দেখছি, সেই দিনগুলোর কথা চোখের সামনে ভেসে উঠছে,’ বলেন সজল।
ডাবিংয়ে সজল। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে প্রদীপ কুমার চৌধুরী (৫৭) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রদীপ কুমার সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল মঙ্গলবার নগরের রহমতগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রদীপ কুমার চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর নামে মামলা রয়েছে।
গ্রেপ্তার প্রদীপ কুমার চৌধুরী সাতকানিয়ার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার মৃত সুকেন্দু বিকাশ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বসবাস করেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রদীপ কুমার ২০২৪ সালে নিউমার্কেট–তামাকুমন্ডী লেন সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র–জনতার ওপর হামলায় অংশ নেন। গত বছরের নভেম্বরে থানায় এ নিয়ে মামলা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, রহমতগঞ্জ এলাকা থেকে প্রদীপ কুমার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তিন থেকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।