মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আবার গেলাম তিন বছর পর। যাওয়ার কথা যত সহজে বলা গেল, যাওয়াটা তত সহজ ছিল না। ইদানীং সিলেটের ট্রেনের টিকিট রীতিমতো সোনার হরিণ! আর সড়কপথে যাত্রা মানে তো প্রায় নরক ভ্রমণ করে আসার মতো। বারবার তারিখ পিছিয়ে ট্রেনের টিকিট জোগাড় করা গেল।
কুলাউড়া স্টেশনে নেমে জুড়ীর একটি চা-বাগানে পৌঁছাতে প্রায় মধ্যরাত। বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মোদাব্বীর হোসেন স্বাগত জানালেন। তাঁর সঙ্গে গল্প–আড্ডায় খাওয়ার পর্ব শেষ হলো। রাতে থাকার বন্দোবস্ত সেখানেই। বাংলোর আরামদায়ক বিছানায় ঘুমিয়ে যেতে যেতে বৃষ্টির শব্দ শুনতে পেলাম। কার্তিকের হিম বৃষ্টি। এই বৃষ্টি না থামলে সকালে বাইরে যাওয়া অনিশ্চিত। সকালে অসংখ্য পাখির সুরেলা সংগীতে ঘুম ভাঙল। ততক্ষণে বৃষ্টি থেমেছে। কিন্তু মেঘলা সকালে ভেজা বাতাসের আমেজ ছড়িয়ে ছিল।
বেলা একটু গড়াতেই এলেন সাংবাদিক কল্যাণ প্রসূন। তাঁর সঙ্গে বেরিয়ে পড়ি। চা-বাগানের ভেতর সরু পথ ধরে ছুটছে আমাদের বাইক। চারপাশে শুধু সবুজ আর সবুজ। বাগানের কর্মীরা নানান কর্মযজ্ঞে ছড়িয়ে পড়েছেন। পাতা তুলে টংঘরে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। গাঢ় সবুজের বুক চিরে যেতে যেতে হঠাৎ চোখ আটকে গেল ভিন্ন কোনো রঙে। সাদা আর সোনালি-হলুদ ফুলের এক টুকরা স্বর্গোদ্যান যেন! সাদা ফুলটি খুবই চেনা—মেডলা; হলুদ ফুলটি স্থানীয়ভাবে অরল বা উড়ি (শিম) ফুল নামে পরিচিত।
গুল্ম শ্রেণির এই দুই উদ্ভিদ মূলত বাগানে চা-গাছের ছায়া উদ্ভিদ হিসেবে কাজে লাগে। এ জন্য রীতিমতো বীজতলায় চারা তৈরি করে এসব গাছ বাগানে রোপণ করা হয়। মেডলা ও উড়ি ফুলের গড়ন অনেকটা একই রকম হলেও বর্ণগত বৈসাদৃশ্য এদের আলাদা করেছে। তবে দুটি উদ্ভিদই ফ্যাবাসি পরিবারের সদস্য। চা-বাগানের বাইরে মেডলা দেখেছি ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে। হেমন্ত থেকে শীতের প্রথম ভাগজুড়ে এদের প্রস্ফুটন প্রাচুর্য উপভোগ করা যায়।
মেডলা
মেডলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উদ ভ দ
এছাড়াও পড়ুন:
পা দেখে যেভাবে রোগ চেনা যায়
পায়ে পানি আসা
পায়ের পাতা, গোড়ালি বা পায়ের নিচের অংশে ফোলাভাব দেখা দিলে চিকিত্সাবিজ্ঞানে ইডিমা বলে। এটি মূলত হৃদ্যন্ত্র, কিডনি ও লিভারের সমস্যার একটি গুরুতর ইঙ্গিত।
হৃদযন্ত্রের দুর্বলতা বা হার্ট ফেইলিওর: যখন হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, তখন রক্তনালি থেকে তরল বের হয়ে টিস্যুতে জমা হতে শুরু করে। যেহেতু মাধ্যাকর্ষণ বলের কারণে তরল নিচের দিকে টানে, তাই পা সবার আগে ফুলে ওঠে।
কিডনির রোগ: কিডনি দুর্বল হলে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করে দিতে পারে না। ফলে শরীরে তরল জমা হয়, যা ইডিমা সৃষ্টি করে।
লিভারের সমস্যা: লিভার যখন পর্যাপ্ত পরিমাণে রক্তে প্রোটিন তৈরি করতে পারে না, তখন রক্তনালিতে তরল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং তা টিস্যুতে ছড়িয়ে পড়ে। হঠাৎ পা ফুলে গেলে বা পায়ে পানি জমা হলে জরুরি ভিত্তিতে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
ফাটা গোড়ালিপায়ের গোড়ালি তীব্রভাবে ফাটলে বুঝবেন শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে