হলো না ছাপা ধর্মেন্দ্রর কবিতার বই, আফসোস হেমার
Published: 3rd, December 2025 GMT
রুপালি পর্দার স্বপ্নের নায়ক ছিলেন ধর্মেন্দ্র। সেই সময় বহু ভক্তের হৃদয়ে ঝড় তুলেছেন ‘শোলে’র বীরু। বিবাহিত জেনেও নারী ভক্তরা পর্দার বীরুকে দেখে ভালোবাসতেন। বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তকমাও পেয়েছেন ধর্মেন্দ্র। কিন্তু তিনি যে এক ড্রিমগার্লের হৃদয়ের রাজা হয়ে উঠবেন, সেটি নিশ্চয়ই আগে থেকে আন্দাজ করতে পারেননি। ঠিক তেমনটিই ঘটেছে এক সিনেমার সেটে। ড্রিমগার্ল হেমা মালিনী যখন ধর্মেন্দ্রর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, বিয়ের চিন্তা করছিলেন, তখনই সামনে আসে কঠিন বাধার পাহাড়। যার কারণ প্রথম স্ত্রী প্রকাশ কৌর স্বামীকে ছাড়তে নারাজ। হেমা-ধর্মেন্দ্রের প্রেম কোনো বাধা মানেনি। নিজের ধর্ম বদলে চার হাত এক হয়েছিল দুজনের।
হেমা-ধর্মেন্দ্র সংসার পাতলেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি নায়ক। গণমাধ্যমগুলো বলছে, ধর্মেন্দ্রর জীবনের প্রধান দুই নারীর কখনো সাক্ষাৎ হয়নি, এমনকি আলাদা আলাদা স্মরণসভাও হয়েছে নায়কের। প্রথম স্ত্রী এবং দুই ছেলে সানি এবং ববি দেওলের আয়োজিত স্মরণসভায় দেখা যায়নি হেমাকে। তখন নিজ বাড়িতে গীতা পাঠের আয়োজনে ব্যস্ত হেমা মালিনী।
‘শোলে’ সিনেমার সেই দৃশ্যে হেমা মালিনী ও ধর্মেন্দ্র। ছবি: এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্মেন্দ্রর স্মরণসভায় বিতর্কিত করণ জোহর
‘বলিউড মাফিয়া’ নামে ‘কুখ্যাতি’ আছে নির্মাতা করণ জোহরের। নেপোটিজম নিয়েও প্রায়ই বহু কটাক্ষের শিকার এই পরিচালক। এবার তিনি বিতর্কে জড়িয়েছেন বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে। যেখানে হাজির হয়েছিলেন বলিউডের সব নামীদামি তারকা। বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানাতে স্মরণসভায় হাজির হয়েছেন করণ। ধর্মেন্দ্রর প্রয়াণের খবরও সবার প্রথমে জানিয়েছেন প্রযোজক করণ জোহর। যদিও তাঁর স্মরণসভায় গিয়ে বিতর্কে জড়ালেন পরিচালক। তাঁকে ঘিরে হচ্ছে তুমুল কটাক্ষ।
২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে ধর্মেন্দ্রকে দিয়ে অভিনয় করিয়েছিলেন পরিচালক। তাঁর স্মরণসভায় যখন গাড়িতে চড়ে আসছিলেন, তখন হাসতে দেখা গেছে পরিচালককে। মোবাইলে কথা বলছিলেন আর হাসছিলেন। তাঁর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতেই শোরগোল। এমনকি ক্ষুব্ধ প্রত্রিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।
করণ জোহর। এএফপি