বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সবগুলো আসরের ম‌্যাচ শুরু হয়েছিল ঢাকায়। এবার ঢাকার পরিবর্তে সিলেটে পর্দা উঠবে বিপিএলের। 

২৬ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল হবে  আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। এবারও তিনটি ভেনু‌্যতে হবে বিপিএল। সিলেট ও ঢাকার পাশাপাশি ম‌্যাচ হবে চট্টগ্রামে। রাজশাহী ও বগুড়াতেও ম‌্যাচ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি।

৬ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ম্যাচ হবে ৩০টি। আর প্লেঅফ ও ফাইনাল মিলে আসরে মোট ৩৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকাতে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

প্রাথমিক পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। ঢাকা পর্বে প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ডের মাঝে নেই কোনো বিরতি। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা ও পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম‌্যাচ দিয়ে বিপিএল শুরু হবে দুপুর ২টায়। সন্ধ‌্যার ম‌্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়‌্যালস। পরের দিন দুপুর ১টায় ঢাকা ক‌্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স খেলবে। সন্ধ‌্যার ম‌্যাচে লড়বে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

পাবনায় কী হয়েছিল শুভ–ঐশীর চুমুর দৃশ্যের শুটিংয়ে

আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় দৃশ্যটি থাকছে। নায়ক–নায়িকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর একরকম হইচই পড়ে। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখিও হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গল্পের প্রয়োজনে পরিচালক রায়হান রাফী দৃশ্যটির শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি।

আরও পড়ুনহঠাৎ আরিফিন শুভকে ঘিরে আলোচনায় ঐশী, প্রেম?২৪ অক্টোবর ২০২৪জান্নাতুল ফেরদৌসী ঐশী ও আরিফিন শুভ

সম্পর্কিত নিবন্ধ