১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এতে অংশ নেন। 

আরো পড়ুন:

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নে হামলার প্রতিবাদে সড়কে বিক্ষোভ

পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও এই পেশার কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আজকে বিকেলের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর হাসপাতালের ল্যাবরেটরি টেকনোলজিস্ট আসলাম মিয়া, ফার্মাসিস্ট বিকাশ কুমার সরকার, ফার্মাসিস্ট জহিরুল ইসলাম, ডেন্টাল টেকনোলজিস্ট রফিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।

ঢাকা/সাইফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেএসএইচএলকে পাবলিক লিমিটেডে রূপান্তর করবে জেএমআই হসপিটাল

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (জেএইচআরএমএল) পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

তথ্য মতে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি সম্প্রতি জেএসএইচএলে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।

সভায় আলোচনা শেষে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে, জেএসএইচএলে আর কোনো অতিরিক্ত বিনিয়োগ করা হবে না। পাশাপাশি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড তাদের শেয়ারহোল্ডিং ৫০ শতাংশের নিচে নামাবে। এর ফলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সহযোগী থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে। তবে কোম্পানিটি প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখবে বলে জানানো হয়েছে।

কোম্পানিটি আরো জানায়, রূপান্তর কার্যক্রম সম্পন্ন হলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড আরো বড় পরিসরে পরিচালিত হতে পারবে এবং ভবিষ্যতে মূলধন সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ঢাকা/এনটি/এস

সম্পর্কিত নিবন্ধ