এই সময়ে বলিউডের শক্তিমান অভিনেতাদের কথা উঠলে দীপক দোবরিয়ালের নাম আসে। চরিত্রে ঢুকে যাওয়ার তাঁর অসাধারণ দক্ষতা দর্শকদের বারবার চমকে দিয়েছে। ২০০৬ সালের ‘ওমকারা’য় রাজ্জু চরিত্রে অভিনয়ের পর তিনি প্রথম ব্যাপকভাবে পরিচিতি পান। পরে ‘তনু ওয়েডস মনু’ ছবিতে অভিনয় করে আরও জনপ্রিয় হন। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পীর নির্ভরযোগ্য ও শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে।

কিন্তু সাফল্যের এই পথচলার আগের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। অল্পে বড় হওয়া দীপকের একসময়কার বড় স্বপ্নই ছিল ১ লাখ রুপি আয় করা। সেই স্বপ্ন পূরণ হওয়ার পর তিনি শুধু নিজের জীবনই বদলাননি, বদলে দিয়েছেন সবচেয়ে কাছের মানুষের জীবনও। সম্প্রতি অভিনেতা মানু ঋষি চাড্ডা এক পডকাস্টে সেই গল্পই শোনালেন। বললেন দীপকের উদারতা আর এক মৃত্যুপথযাত্রী বন্ধুকে বাঁচাতে তাঁর জীবনের অন্যতম বড় সিদ্ধান্তের কথা।

দীপক দোবরিয়াল। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের নতুন ‘সুলতান’ আসিম মুনির

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কিংবা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নন, পাকিস্তানে এই সময়ে সবচেয়ে বড় ‘ভিআইপি’র নাম ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ। ৫৭ বছর বয়সী ‘হাফেজে কোরআন’ এই সেনা কর্মকর্তা চার তারকা জেনারেল থেকে পাঁচ তারকা ফিল্ড মার্শাল, সেনাপ্রধান থেকে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ বা সশস্ত্র বাহিনীর প্রধান হয়েছেন। ধাপে ধাপে উঠে এখন তিনি পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে কার্যত আইনের ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তি।

সম্পর্কিত নিবন্ধ