পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। মামলা নম্বর ৮। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “মামলার পর রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের একটি বাসার চারতলা থেকে তাকে (নিশি খাতুন) গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।” 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ৭ ধারায় মামলা  করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে আসামি করা হয়েছে।”

তিনি বলেন, “ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে। যে কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মহোদয় ফোন করেছিলেন। তিনি বলেছেন, এই ঘটনা অমানবিক। এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া, মহাপরিচালক স্যারও ফোন করে তার পক্ষে মামলা করার নির্দেশনা দিয়েছেন।”

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

মনিরুজ্জামান বলেন, “কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার (১ ডিসেম্বর) গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।”

এ বিষয়ে জানতে হাসানুর রহমান নয়নের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে, তার স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে দাবি করেন, “ছানাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনার গাছের গোড়ায় রেখে আসি। কীভাবে পুকুরে পড়েছে জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।”

দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকতে টম নামের একটি কুকুর। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলো দেখতে না পেয়ে ছুটাছুটি করতে দেখা যায় টমকে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, আটটি কুকুর ছানাকে বস্তার ভেতরে বেঁধে গত রবিবার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়া হয়। গত সোমবার সকালে পাওয়া যায় কুকুর ছানাগুলোর মরদেহ। দুপুরের পর ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয় মরদেহগুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন, “সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে বাইরে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন। তখন তার ছেলে বলে ‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’ এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি। তুলে খোলার পর আটটি ছানাকেই মৃত অবস্থায় পাই।”

মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা চত্বর এলাকায়  ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল হ স ন র রহম ন নয়ন কর মকর ত র ড স ম বর স মব র কর ত র র কর ম উপজ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের অকৃত্রিম দুই বন্ধু

১৯৭১ সালের ১লা আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ। বিখ্যাত ব্যান্ড দ্য বিটলস-এর প্রধান গিটারিস্ট জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্করের নাম এই কনসার্টের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। 

মুক্তিযুদ্ধ চলাকালে পন্ডিত রবিশঙ্কর ছিলেন ক্যালিফোর্নিয়ায়। তিনি তখন ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ আর্টসে ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান মিউজিকের ফ্যাকাল্টি হিসেবে দায়িত্বরত। নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধ সম্পর্কীত বিভিন্ন খবর ও দারিদ্র্যসংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষ জর্জ হ্যারিসনকে দিয়েছিলেন রবিশঙ্কর। তিনিও মুক্তিযুদ্ধের প্রকৃত অবস্থা অনুধাবন করা শুরু করলেন এবং সিদ্ধান্ত নিলেন বাংলাদেশকে সহযোগিতা করবেন। 

আরো পড়ুন:

কুসুম গরম পানিতে গোসলের উপকারিতা

আমার আর শাকিবের পছন্দ এক: বুবলী

জর্জ হ্যারিসন তার আত্মজীবনীতে লিখেছেন, ‘‘ শুরু থেকেই বিটলদের দৃষ্টিভঙ্গিটা এমন ছিল যে যদি কিছু করতে হয় তবে তা বড় করেই করা উচিত এবং সেটা মিলিয়ন ডলারেরই হবে না কেন।’’

এই ভাবনা থেকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হয়। জর্জ হ্যারিসন এই কনসার্টে তার বিখ্যাত গান ‘বাংলাদেশ’ পরিবেশন করেছিলেন। যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিশ্ব দরবারে তুলে ধরেছিল।

বিটলস ষাটের দশকে আমেরিকাসহ বিশ্বের নতুন প্রজন্মকে এই দল অনেক কিছুকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এবং নানা বিষয়ে নতুনভাবে ভাবার পথ দেখিয়েছিল।  বিশেষত তরুণ প্রজন্মের চিন্তার জগতে প্রচণ্ড ঝড় তুলেছিলেন এই দলের সদস্যরা। ফলে কনসার্ট-এ শ্রোতাদের উল্লেখযোগ্য সাড়া মিলেছিলো। 

জর্জ হ্যারিসন ‘দ্য কোয়ায়েট ওয়ান’ নামেও পরিচিত ছিলেন এবং ব্যান্ডের সঙ্গীত শৈলীতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব যুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। 

বিটলসের হয়ে তার লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘সামথিং’, ‘হিয়ার কামস দ্য সান’ এবং ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সঙ্গীতশিল্পী  বিটলস ভেঙে যাওয়ার পর তিনি সফল একক কর্মজীবন শুরু করেন। তার প্রথম একক অ্যালবাম ‘অল থিংস মাস্ট পাস’ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এতে ‘মাই সুইট লর্ড’ এর মতো হিট গান ছিল।

হ্যারিসন ২০০১ সালের ২৯শে নভেম্বর ৬ষ্ট ক্যালিফোর্নিয়ায় মারা যান। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ