কক্সবাজারের পেকুয়ায় বাসচাপায় আট বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ জিহাদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বানৌজা পেকুয়া সড়কের সাঁকোরপাড় স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জিহাদ পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা বাঘগুজারা এলাকার নুরুল কাদেরের ছেলে। সে স্থানীয় পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জিহাদ সন্ধ্যায় ঘরের জন্য নাশতা কিনে আনতে একটি দোকানে যাচ্ছিল। সাঁকোরপাড় স্টেশন এলাকায় সড়ক পার হতেই জনতা পরিবহন নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুল কবির প্রথম আলোকে বলেন, শিশুটির মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বাসটি বাসিন্দারা আটক করলেও এর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় কী হয়েছিল শুভ–ঐশীর চুমুর দৃশ্যের শুটিংয়ে

আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় দৃশ্যটি থাকছে। নায়ক–নায়িকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর একরকম হইচই পড়ে। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখিও হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গল্পের প্রয়োজনে পরিচালক রায়হান রাফী দৃশ্যটির শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি।

আরও পড়ুনহঠাৎ আরিফিন শুভকে ঘিরে আলোচনায় ঐশী, প্রেম?২৪ অক্টোবর ২০২৪জান্নাতুল ফেরদৌসী ঐশী ও আরিফিন শুভ

সম্পর্কিত নিবন্ধ