রিয়ালে আলোনসোকে নিয়ে অস্বস্তি সম্পর্কে যা জানা গেল
Published: 3rd, December 2025 GMT
হঠাৎ করেই যেন খারাপ সময়ের মধ্যে পড়ে গেছে রিয়াল মাদ্রিদ। মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না দলটির। আর এই খারাপ সময় ঘিরে আলোচনার কেন্দ্রে রিয়ালের কোচ জাবি আলোনসো। জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাজে ফর্ম ও ধারাবাহিক পয়েন্ট হারানোর কারণে আলোনসোকে নিয়ে ক্লাবের ভেতর অস্বস্তি ও মতবিরোধ তৈরি হয়েছে।
ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, আলোনসোর খেলানোর পদ্ধতি ও কোচিং স্টাইল নিয়ে ড্রেসিংরুমে অনেক খেলোয়াড়ের মধ্যে অসন্তোষ আছে। যদিও এই অসন্তোষ এখনো বড় কোনো সংকটে পরিণত হয়নি এবং খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্কও ভেঙে পড়েনি। রিয়াল কর্তৃপক্ষ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব সব সমস্যা মিটমাট করে খেলায় মনোযোগ ফেরাতে।
রিয়ালের সাম্প্রতিক ধাক্কাটি এসেছে অবনমন–সংকটে থাকা জিরোনার সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর। এর ফলে লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করল রিয়াল। জিরোনার আগে রায়ো ভায়েকানো এবং এলচের বিরুদ্ধেও জিততে পারেনি রিয়াল। ধারাবাহিকভাবে পয়েন্ট হারানোর ফলে তারা এখন শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে।
আরও পড়ুনটানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়াল রিয়াল, শীর্ষে বার্সাই ০১ ডিসেম্বর ২০২৫রিয়াল লিগে প্রতিপক্ষের মাঠে এই তিন ম্যাচে ড্র করেছে। যে কারণে দীর্ঘ ভ্রমণ–ক্লান্তিও দলটিকে বেশ ভুগিয়েছে। আর এখন এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ সংকটও। যদিও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে কিছুটা অস্বস্তি যে সবার মধ্যে আছে, তা এক রকম স্পষ্ট।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩৪ ম্যাচের বিপিএল শুরু ২৬ ডিসেম্বর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সবগুলো আসরের ম্যাচ শুরু হয়েছিল ঢাকায়। এবার ঢাকার পরিবর্তে সিলেটে পর্দা উঠবে বিপিএলের।
২৬ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। এবারও তিনটি ভেনু্যতে হবে বিপিএল। সিলেট ও ঢাকার পাশাপাশি ম্যাচ হবে চট্টগ্রামে। রাজশাহী ও বগুড়াতেও ম্যাচ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি।
৬ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ম্যাচ হবে ৩০টি। আর প্লেঅফ ও ফাইনাল মিলে আসরে মোট ৩৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকাতে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
প্রাথমিক পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। ঢাকা পর্বে প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ডের মাঝে নেই কোনো বিরতি। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা ও পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।
২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। পরের দিন দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স খেলবে। সন্ধ্যার ম্যাচে লড়বে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস।
ঢাকা/ইয়াসিন