সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া
Published: 3rd, December 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের নতুন ‘সুলতান’ আসিম মুনির
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কিংবা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নন, পাকিস্তানে এই সময়ে সবচেয়ে বড় ‘ভিআইপি’র নাম ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ। ৫৭ বছর বয়সী ‘হাফেজে কোরআন’ এই সেনা কর্মকর্তা চার তারকা জেনারেল থেকে পাঁচ তারকা ফিল্ড মার্শাল, সেনাপ্রধান থেকে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ বা সশস্ত্র বাহিনীর প্রধান হয়েছেন। ধাপে ধাপে উঠে এখন তিনি পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে কার্যত আইনের ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তি।