মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। একজন নিখোঁজ আছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারীর ছেলে অদুদ ব্যাপারী (৩৫) ও একই এলাকার মো.

বাবুল (৩৮)। নিহত আরেকজন ও নিখোঁজ ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি।

নৌ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন রাতে গুয়াগাছিয়া ইউনিয়নে মেঘনা নদী থেকে নয়ন ও পিয়াসের লোকজন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু লুট করে। বালু উত্তোলনের সময় তারা নিজস্ব কয়েকটি ট্রলার দিয়ে মেঘনা নদীর বিভিন্ন অংশে মহড়া দেন। ধারণা করা হচ্ছে, স্পিডবোট দুটি বালুমহালের অবৈধ বালু উত্তোলনে মহড়ার কাজ করছিল। অন্ধকার ও কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তাঁরা।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে ৩ জনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’

গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম বলেন, ‘আমরা যত দূর জানতে পেরেছি, রাতে কুয়াশার কারণে ওই দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এতে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। একজন নিখোঁজ আছেন। আহতও আছেন দু-একজন। তবে ওই দুটি স্পিডবোট রাতে এখানে কী করছিল, কোথা থেকে এসেছে, বিস্তারিত জানা যায়নি।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সমালোচিত হলেও কেন জনপ্রিয়তা পেল ‘মিসিং ইউ’?

নতুন বছরের প্রথম দিন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে লিমিটেড সিরিজ ‘মিসিং ইউ’। হারলান কোবানের উপন্যাস অবলম্বনে সিরিজটি বানিয়েছেন নির্মাতা ভিক্টোরিয়া আসারি-আর্চার। মুক্তির পর থেকেই সিরিজটি ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে মুক্তির ১১ দিন পেরিয়ে গেলেও সিরিজটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায়।

একজন নিখোঁজ অধ্যাপককে খুঁজে বের করার কেস পায় ডিটেকটিভ ইন্সপেক্টর ক্যাট ডোনোভান (রোসালিন্ড এলেজার)। সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ একজন অফিসার ক্যাট। তবে ব্যক্তিজীবনে সে এখনো একা। বন্ধু একোয়া (ম্যারি ম্যালোন) ও স্টেসির (জেসিকা প্লামার) কথায় সে এক ডেটিং অ্যাপে যোগ দেয়। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন ক্যাট তার প্রাক্তন প্রেমিক ও বাগ্‌দত্তা জশের (অ্যাশলে ওয়াল্টার্স) প্রোফাইল সেই অ্যাপে খুঁজে পায়।

একনজরে
সিরিজ: ‘মিসিং ইউ’
পরিচালক: ভিক্টোরিয়া আসারি-আর্চার
গল্প: হারলান কোবান
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পর্ব সংখ্যা: ৫
অভিনয়ে: রোসালিন্ড এলেজার, অ্যাশলে ওয়াল্টার্স, লেনি হেনরি, মার্ক ওয়ারেন, রিচার্ড আরমিটেজ, জেসিকা প্লামার, ম্যারি ম্যালোন

জশ কিছু না বলেই ১১ বছর আগে হারিয়ে যায় ক্যাটের জীবন থেকে। ক্যাট যখন জশের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, তখনই অন্য আরেক তথ্য তার ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। ক্যাট জানতে পারে, তার বাবার খুনি মন্টে লেবার্নে (মার্ক ওয়ারেন) ক্যানসারে আক্রান্ত, আর বেশি দিন বাঁচবে না। ক্যাট জানতে মারিয়া হয়ে ওঠে কেন মন্টে খুন করেছিল তার বাবা ক্লিন্ট ডোনোভানকে (লেনি হেনরি)। কিন্তু তা জানতে গিয়ে ঘটনা দ্রুত মোড় নিতে থাকে অন্যদিকে। ক্যাট কি পারে তার বাবার মৃত্যুরহস্য জানতে? নাকি ব্যক্তিজীবনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে তার কর্মজীবন?

‘মিসিং ইউ’–এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মায়ের চরিত্রে অভিনয় করার পরেও দর্শক ক্রাশ খেয়েছেন’
  • গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে, কয়েক ঘণ্টার মধ্যে হতে পারে চুক্তি
  • বিএনপি-যুবদলের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪
  • উত্তর কোরিয়ার আত্মঘাতী সেনারা ইউক্রেনের নতুন আতঙ্ক
  • বুদ্ধিমান এক বালকের ঘটনা
  • আইফোন চার্জ করার সময় স্পর্শ করলেই ইলেকট্রিক শক করছে, অভিযোগ একাধিক ব্যবহারকারীর
  • রাজাপুরের অরুণের রসগোল্লা মানেই ‘অথেনটিক মিষ্টি’
  • বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
  • দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলার আসামি স্বামী!
  • সমালোচিত হলেও কেন জনপ্রিয়তা পেল ‘মিসিং ইউ’?