দীর্ঘ বিরতির পর গীতিকার মোস্তফা কামালের কথায় একের পর এক ধামাকা  নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সোনারগাঁয়ের ছেলে তরুন কন্ঠশিল্পী এস এম মিঠু । সর্বশেষ ঢং এর বিয়াইন শিরোনামের একটি গান দিয়ে প্রশংসার কুড়াচ্ছেন তিনি। 

নতুন গান এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে  এস এম মিঠু বলেন, ‘দীর্ঘ বিরতির পর  আমার ধামাকা কিছু নতুন গান আসছে । আশা করি, বরাবরের মতোই এবারের গানগুলো আপনাদের সকলের ভালো লাগবে। ইচ্ছে আছে গত বছরের চেয়ে এ বছর আরও ভালো ভালো গান উপহার দেওয়ার।ইতিমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে।

প্রতিটি গানের কথা ও সুর করেছেন গীতিকার মোস্তফা কামাল ভাই। সবসময় যারা ভালোবেসে আমার গানগুলোকে মনের গভীরে স্থান দিয়ে যাচ্ছেন, সেই সকল প্রিয় মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, এভাবেই সবসময় আমাকে মনের মণিকোঠায় রাখবেন।’

এর আগে এস এম মিঠুর  উল্লেখযোগ্য গানগুলো হলো ‘বেইমান মেয়ে’, ‘আহারে আমার কি ভাগ্য’, ভালোবাসার দিলি কবর'তুই আমারে বুঝলিনা বেইমান 'ভুলতে তোরে চাই' তোরে কত ভালোবাসি বেইমান, সব দোষেরই দোষী আমি, ঢং এর বিয়াইন ’সহ আরও কিছু গান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‎ব্রাকসুর তফসীল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (‎১৮ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।

আরো পড়ুন:

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ব্রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি

তফসিলে বলা হয়েছে, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

এছাড়া ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সবশেষ ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ