দীর্ঘ বিরতির পর গীতিকার মোস্তফা কামালের কথায় একের পর এক ধামাকা  নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সোনারগাঁয়ের ছেলে তরুন কন্ঠশিল্পী এস এম মিঠু । সর্বশেষ ঢং এর বিয়াইন শিরোনামের একটি গান দিয়ে প্রশংসার কুড়াচ্ছেন তিনি। 

নতুন গান এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে  এস এম মিঠু বলেন, ‘দীর্ঘ বিরতির পর  আমার ধামাকা কিছু নতুন গান আসছে । আশা করি, বরাবরের মতোই এবারের গানগুলো আপনাদের সকলের ভালো লাগবে। ইচ্ছে আছে গত বছরের চেয়ে এ বছর আরও ভালো ভালো গান উপহার দেওয়ার।ইতিমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে।

প্রতিটি গানের কথা ও সুর করেছেন গীতিকার মোস্তফা কামাল ভাই। সবসময় যারা ভালোবেসে আমার গানগুলোকে মনের গভীরে স্থান দিয়ে যাচ্ছেন, সেই সকল প্রিয় মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, এভাবেই সবসময় আমাকে মনের মণিকোঠায় রাখবেন।’

এর আগে এস এম মিঠুর  উল্লেখযোগ্য গানগুলো হলো ‘বেইমান মেয়ে’, ‘আহারে আমার কি ভাগ্য’, ভালোবাসার দিলি কবর'তুই আমারে বুঝলিনা বেইমান 'ভুলতে তোরে চাই' তোরে কত ভালোবাসি বেইমান, সব দোষেরই দোষী আমি, ঢং এর বিয়াইন ’সহ আরও কিছু গান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বিসিবির সামনে বিক্ষোভ করছেন কারা

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। আজ দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। গতকাল পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাঁরা কারা জানতে চাইলে ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন।
কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি কী জানতে চাইলে তাঁরা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।

বিক্ষোভকারীরা নিজেদের সাধারণ জনগন বলে দাবি করেন

সম্পর্কিত নিবন্ধ