বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপি ও অঙগসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) বিকেলে ২নং ওয়ার্ড এই আনন্দ মিছিল বের করা হয়। এতে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির বিএনপি ও অঙগসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে আন্দন মিছিলে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা মিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা নুর নবী, রবিউল ইসলাম বাবু, পাপ্পু, টুটুল, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাব্বি, আরিফুল হক জিমি, রাজা মিয়া, নুরুদ্দিন সাগর প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়াল রিয়াল, শীর্ষে বার্সাই

টানা তিন ড্রয়ে লা লিগার শীর্ষ স্থানটা হারিয়েই ফেলল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে জিরোনার মাঠে রিয়াল ড্র করেছে ১–১ গোলে। এর আগে এলচের বিপক্ষে ২–২ গোলে এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি।

পরশু রাতে বার্সেলোনা আলাভেজকে হারিয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠেছিল। জিরোনার বিপক্ষে জিতলে সেই স্থান আবার পুনরুদ্ধার করতে পারত রিয়াল। কিন্তু একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় আদায় করতে পারেনি জাবি আলোনসোর দল। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

জিরোনার মাঠে আধিপত্য বিস্তার করা রিয়াল ৬০ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয়। কিন্তু এমন দাপট দেখিয়েও রিয়াল গোল পেয়েছে মাত্র একটি, তাও আবার পেনাল্টি থেকে। কিন্তু ৬৭ মিনিটে এমবাপ্পের সেই পেনাল্টি গোল রিয়ালকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট এনে দিতে পারেনি। এর আগের ম্যাচের ৪৫ মিনিটে জিরোনার হয়ে একমাত্র গোলটি করেন ওনাহি।

আরও পড়ুনইয়ামাল–ওলমোর গোলে জন্মদিনে জয় বার্সার২৯ নভেম্বর ২০২৫

পেনাল্টিতে বল জালে জড়িয়ে রিয়ালের হয়ে চলতি মৌসুমে ২৩তম গোলটি করেছেন এমবাপ্পে, যা ক্লাবের মোট গোলের (৪১ গোল) ৫৬ শতাংশ। অবিশ্বাস্য ছন্দে থাকা এমবাপ্পে এই ম্যাচে মোট ৫টি শট নেন, কিন্তু গোল হয়েছে ওই একটাই।

হতাশায় এভাবেই মাঠে বসে পড়েছেন বেলিংহাম

সম্পর্কিত নিবন্ধ