সহকারী শিক্ষক নেবে ১০ হাজার ২১৯ জন, প্রথম ধাপের আবেদন শেষ ২১ নভেম্বর
Published: 20th, November 2025 GMT
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের আবেদন প্রক্রিয়া চলছে। প্রথম ধাপের এ আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর ২০২৫, রাত ১১: ৫৯ টা)। এ ধাপের সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূণ্যপদে নিয়োগ দেওয়া হবে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার সব উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকেরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
চাকরির বিবরণ—পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১০,২১৯টি
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
আবেদনকারীর বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর।
আরও পড়ুনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১৫৯৬১৯ নভেম্বর ২০২৫নির্দেশনা ও শর্তাবলী—১. আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
৩. উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার বাসিন্দা তিনি সে উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে।
৪. প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা/শিক্ষা থানার বিদ্যালয়গুলোর মধ্যে সীমিত থাকবে।
৫. ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
৬. প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে।
আরও পড়ুনওবামা ফাউন্ডেশনে ছয় মাসের লিডারশিপ প্রোগ্রাম, যেভাবে আবেদন২ ঘণ্টা আগেআবেদন প্রক্রিয়ার বিস্তারিত–ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
আবেদন করতে যা যা অবশ্যই লাগবে–প্রাথীর এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, উচ্চ ডিগ্রী সম্পর্কিত তথ্য।
প্রার্থীর ছবি সাইজ (৩০০ x ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর সাইজ (৩০০ x ৮০ পিক্সেল)।
প্রার্থীর ছবি রঙ্গিন (কালার ফটো) আবশ্যক।
আবেদন ফরম পূরণ—যোগ্য প্রার্থীরা ওয়েব পোর্টালে প্রবেশ করে Application Form লিঙ্কে-এ Assistant Teacher Post সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজে দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দেবেন। প্রার্থীর প্রযোজ্য তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে যোগ্য প্রার্থীরা আবেদন করার জন্য Application Form পাবেন।
প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানায় উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। Application Form পূরণে স্থায়ী ঠিকানার জেলা ও উপজেলা/থানা সর্তকতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার স্বপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। বিবাহিত নারী প্রাথী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন।
Application Form-এ প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তন যোগ্য না। এছাড়া অন্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতাসহ অন্য তথ্য থাকলে Application Form সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজে ভুল অথবা অপর্যাপ্ত পরিলক্ষিত হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় নতুন আরেকটি Application Form পূরণ করবেন। পূরণকৃত Application Form সাবমিট করে প্রার্থী তা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর ডাউনলোডকৃত Applicant's Copy-তে একটি ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি জমা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা থাকবে।
আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থীর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।
পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে যথাসময়ে Application Form-এ আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এবং www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩২ ঘণ্টা আগেআবেদনের ফি প্রদান—আবেদন ফি: আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
Applicant's Copy -তে উল্লেখিত ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের প্রি-পেইড মোবাইল দিয়ে এসএমএস–এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
ফি জমা দিতে টেলিটকের প্রি-পেইড নাম্বার থেকে এসএমএস করুন।
1st SMS: DPERuser ID & send to 16222
2nd SMS: DPERYesPIN & send to 16222
ফি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীর Application Form-এ প্রদত্ত মোবাইল নম্বরে একটি কনফার্মেশন এসএমএস পাবে।
কনফার্মেশন এসএমএসে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থী পুনরায় Applicant's Copy ডাউনলোড করতে পারবেন।
হেল্প ট্যাব—প্রার্থী আবেদন সংক্রান্ত যেকোন তথ্য বা ফরম পূরণে সহায়তা প্রয়োজন হলে এর হেল্প ট্যাব–এ ক্লিক করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করবেন। এছাড়া হেল্প ট্যাব-এ উল্লিখিত অন্যান্য হেল্প অপশন ব্যবহার করতে পারবেন।
আবেদনের শেষ সময়২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯টা)
আরও পড়ুনসহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬১২ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রক র য় ন প রক র ড উনল ড সমম ন র স বম ট প রব ন সহক র উপজ ল ন করত
এছাড়াও পড়ুন:
‘নতুন কুঁড়ি’র ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন শুভমিতাকে নিজ বিদ্যালয়ের সংবর্ধনা
এবারের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদারকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভমিতা তালুকদার ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম, নজরুলসংগীতে দ্বিতীয় এবং দেশাত্মবোধক গানে পঞ্চম হয়ে ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে। সে সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শুভমিতার মা সান্ত্বনা সরকার সুনামগঞ্জ সদরের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয় ও বাবা দ্বীপন কুমার তালুকদার পাইগাঁও উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। শুভমিতা সুনামগঞ্জ সদরে মা-বাবার সঙ্গে থাকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জের দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সংগীতশিক্ষক সোহেল রানা এবং শুভমিতার তালুকদারের মা সান্ত্বনা সরকার।
অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম বলেন, শুভমিতার দেশসেরার সাফল্য সুনামগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন পরিচিতি এনেছে। নতুন প্রজন্মকে সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
স্বাগত বক্তব্যে শুভমিতা তালুকদার জানায়, মা-বাবার পরিশ্রম, সংগীতশিক্ষকদের শিক্ষা এবং বিদ্যালয়ের সব শিক্ষকের সহযোগিতায় তার এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে সবার দোয়া চায় সে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান মিয়া, সানজিদা আক্তার, সহকারী শিক্ষক স্নেহাংশু দাস পল্লব, শিক্ষার্থী রাজনন্দিনী ও তুষ্টি দাস বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের শেষ হয়।
আরও পড়ুন‘নতুন কুঁড়ি’র দুই চ্যাম্পিয়নের গল্প১৬ নভেম্বর ২০২৫