SunBD 24:
2025-12-10@11:33:15 GMT

এ বিভাগের অন্যান্য সংবাদ

Published: 4th, February 2025 GMT

বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.

৯৪ শতাংশ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, দেখা যাবে ঈদে

তরুণ নির্মাতা রায়হান খান নির্মাণ করছেন নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এরই মধ্যে সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট প্রোডাকশন শেষ করে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্মাতারা। 

পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে কেরোসিন ঢেলে এক নারীকে পুড়িয়ে হত্যার যে নৃশংস ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছিল—সেই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘ট্রাইব্যুনাল’। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা, রাজনৈতিক প্রভাব এবং আদালতকেন্দ্রিক টানাপড়েনকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। 

আরো পড়ুন:

‘খুকুমণির’ বিয়ে

রণবীরকে কেন ‘নির্লজ্জ’ বললেন পীযূষ?

রায়হান খান বলেন, “একেবারেই ভিন্ন আঙ্গিকে বানানো হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সব ঠিক থাকলে ঈদে মুক্তি দেব। তবে পোস্ট-প্রোডাকশন শেষে যদি মনে হয় আরো সময় দরকার, তাহলে সময় নেব।” 

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম প্রকাশ করা হলেও, এবার জানানো হলো পূর্ণাঙ্গ শিল্পীর তালিকা। নির্মাতা জানান, সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েট, বুদ্ধিমতী ও স্টাইলিশ একজন আইনজীবী তিনি। আসামিপক্ষের হয়ে মামলাটি লড়বেন ফারিয়া।  

এছাড়াও নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন—তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ অনেকে। 

নিজের চরিত্র নিয়ে মৌসুমী হামিদ বলেন, “গল্প শুনেই রাজি হয়েছি। এরকম গল্প আগে পাইনি। এটি মূলত মার্ডার–কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী আর একজন প্রত্যক্ষদর্শী ছিল; সেই প্রতক্ষদর্শীর ভূমিকায় আমি অভিনয় করেছি।” 

এ সিনেমার মাধ্যমে ১০ বছর পর রুপালি পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। এ অভিনেত্রী বলেন, “প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প আর নির্মাতা—এই দুই কারণেই কাজটি করতে রাজি হয়েছি। আমার চরিত্রটি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।” 

রায়হান খান একজন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তার চিত্রনাট্যেই ২০২১ সালে মুক্তি পায় ‘মৃধা বনাম মৃধা’। পরে হইচই–এ মুক্তিপ্রাপ্ত তার নির্মিত সিরিজ ‘দৌড়’ ব্যাপক প্রশংসা কুড়ায়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ