টেকনাফে ইউপি চেয়ারম্যান খোকন গ্রেপ্তার
Published: 5th, February 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামলাপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায়।
তিনি বলেন, চেয়ারম্যান আমজাদ জুলাই-আগস্ট গণআন্দোলনে টেকনাফে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় করা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া দুর্নীতি মামলার আসামিও তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ, মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান আমজাদকে এতদিন গ্রেপ্তার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছে। তাই তিনি প্রকাশ্যে ঘুরেছেন। অবশেষে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন তারা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
০ রানে আউট ৫ জন, ১৩ রানে হার বাংলাদেশের
পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দলকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষকে ৮৮ রানে গুটিয়ে দেওয়ার পরও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১ বল বাকি থাকতে অলআউট হলো ৭৫ রানে। ১৩ রানে হেরে ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়ল ১-০ ব্যবধানে।
কক্সবাজারের একাডেমি মাঠে আজ টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ইমান নাসের। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেন মাত্র দুজন—আরিসা আনসারি ২৩ বলে ২২ ও রাবাইল ফারহান ১৮ বলে ১০ রান। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন জারিন তাসনিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট।
অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলেও নিজেদের ব্যাটিং–ব্যর্থতায় হতাশ হতে হলো বাংলাদেশকে। আউট হওয়া ১০ জন ব্যাটসম্যানের মধ্যে ৫ জনই শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন! সর্বোচ্চ ২০ রান করেন আরিত্রি নিরঞ্জনা মণ্ডল (৩৮ বলে)। শেষ দিকে সাদিয়া আক্তারের ২০ বলে ১৬ রান এবং ববি খাতুনের ১৮ বলে ১৩ রান জয়ের জন্য যথেষ্ট হলো না
পাকিস্তান দলের হয়ে দারুণ বোলিং করেন সাহারা বানু, নেন ৩ উইকেট। রোজিনা আকরাম ও মেমুনা খালিদ পেয়েছেন ২টি করে উইকেট।
৫ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দল এসেছে বাংলাদেশে ৩০ নভেম্বর। ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের বাকি চার ম্যাচ।
আরও পড়ুনশেষ রাউন্ডেই শিরোপার নিষ্পত্তি, প্রিতম–সোহাগের সেঞ্চুরি৪৩ মিনিট আগে