কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামলাপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায়।

তিনি বলেন, চেয়ারম্যান আমজাদ জুলাই-আগস্ট গণআন্দোলনে টেকনাফে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় করা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া দুর্নীতি মামলার আসামিও তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ, মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান আমজাদকে এতদিন গ্রেপ্তার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছে। তাই তিনি প্রকাশ্যে ঘুরেছেন। অবশেষে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন তারা। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

গিয়াস উদ্দীন বলেন, চেয়ারম্যান আমজাদকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করতে পারিনি। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ‘দেশের আলো’র সম্পাদক-প্রকাশক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জননেতা আনিসুল ইসলাম সানি মঙ্গলবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট ক্লিনিকে ভর্তি হয়েছেন।

তার শারীরিক অবস্থা জানতে গতকাল তার বাসভবনে ও পরে হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত প্রার্থী মাঈন উদ্দিন আহমেদ, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।

জননেতা আনিসুল ইসলাম সানির দ্রুত আরোগ্য কামনা করেছেন সর্বস্তরের নেতাকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

সম্পর্কিত নিবন্ধ