আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা যাবে। রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১১তম সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্টের মধ্যে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি এখন থেকে সরাসরি আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর এই আবেদন করতে হবে। দরখাস্তের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চলমান কার্যক্রমকে বেগবান করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও ৭২৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এর আগে বিভিন্ন সভায় এই কমিটি ৭ হাজার ৫৭০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। এ নিয়ে আজ পর্যন্ত মোট ৮ হাজার ২৯৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে তারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছোট লক্ষ্য পেরোতেও আসল রূপে অভিষেক

ছোট লক্ষ্য, তাতে কী! অভিষেক শর্মার রান–ক্ষুধা কি এই ছোট লক্ষ্যেও কমে! ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে মাত্র ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমেও নিজের আসল রূপেই আবির্ভূত অভিষেক। মারকুটে ব্যাটিংয়ে তিনটি করে চার ও ছয় মেরে মাত্র ১৮ বলেই ৩৫ রান করে ফেলেছেন তিনি।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অভিষেক আউট হয়ে গেলেও ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৬৮ রাান। লক্ষ্যের অর্ধেকের বেশি রান ৬ ওভারে করে ফেলার পর শুবমান গিল, তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের ধীরস্থির ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় ভারত। মাঠ ছাড়ে তারা ৩ উইকেটের জয় নিয়ে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

১৩ রান দিয়ে আর্শদীপ (মাঝে) নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ