ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবন থেকে মো. আলী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে ভবনটির চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার হয়। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. আলী উপজেলার কালামপুর বাটুলিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন। 

আরো পড়ুন:

গৃহবধূর মরদেহ সড়কে ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক

রাজধানীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। 

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র উপজ ল মরদ হ

এছাড়াও পড়ুন:

জাতীয় দলের সঙ্গেই থাকছেন সালাহউদ্দীন, বিশ্বকাপেও ব্যাটিং কোচ আশরাফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। তখন তিনি জানিয়েছিলেন, দায়িত্বটা উপভোগ করতে পারছেন না বলেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবিতে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছিলেন সালাহউদ্দীন।

তবে তাঁর সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। তখন জানানো হয়েছিল, শুধু এই সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তবে আজ নাজমূল জানিয়েছেন, আশরাফুলও নিজের দায়িত্ব পালন করে যাবেন।  

সেটি কি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কি না তা জানতে চাইলে নাজমূল আভাস দিয়েছেন আরও দীর্ঘ মেয়াদের, ‘এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।’ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি। জাতীয় দলে দায়িত্ব পালন করে যেতে কেন আবার রাজি হলেন, তা জানতে ফোন করা হলেও সালাহউদ্দীনকে পাওয়া যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আপাতত বিশ্রাম জাতীয় দলের। মাঝে বিপিএলের পর আগামী ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ তাদের পরের মিশন।

আরও পড়ুন০ রানে আউট ৫ জন, ১৩ রানে হার বাংলাদেশের১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ