নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামে একজন মা। অভিযুক্ত ছেলের নাম জাবের হোসেন (২৮)। তাকেও আটক করেছে পুলিশ।

রবিবার (৪ মে) সকালে শিবপুর উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে পুলিশ মা শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করে । এর আগে শনিবার (৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাস্টারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন মাদকসেবী, বড় ভাই প্রবাসী। বাড়িতে শুধু মা ও ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবার দিবাগত রাতের কোন একসময় মাদকের টাকা না দেওয়ায় জাবের মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, মাদকাসক্ত জাবের ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকে হত্যা করে। হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রবিবার সকাল ৯ টার দিকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/হৃদয়/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শার্শায় ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

আরো পড়ুন:

খুলনায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভকে আটক করেন। এসময় তার পরনের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। স্বর্ণের এই চালান পাচারের জন্য ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ